পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Bengal Budget 2023: বাড়ল ডিএ, আসছে নানা নতুন প্রকল্প; একনজরে চন্দ্রিমার রাজ্য বাজেট - রাজ্য বাজেট 2023

রাজ্য বিধানসভায় 2023-24 সালের (Bengal Budget 2023-24 Live) বাজেট পেশ করেন চন্দ্রিমা ভট্টাচার্য (Chandrima Bhattacharya)৷ তিনি জানিয়েছেন, এ বছর রাজ্যের আর্থিক বৃদ্ধি 8.41 শতাংশ হবে বলে আশা করা হচ্ছে ৷

West Bengal Budget 2023-24 Live Updates ETV Bharat
বাজেট

By

Published : Feb 15, 2023, 2:20 PM IST

Updated : Feb 15, 2023, 3:50 PM IST

কলকাতা, 15 ফেব্রুয়ারি:আজ রাজ্য বাজেট ৷ 2023-24 সালের রাজ্য বাজেট (Bengal Budget 2023-24 Live) পেশ করেন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য (Chandrima Bhattacharya)৷ সামনের বছর লোকসভা নির্বাচন ৷ তার আগেই আবার রয়েছে পঞ্চায়েত ভোট ৷ কাজেই এ বছর রাজ্য সরকারের বাজেট যথেষ্ট তাৎপর্যপূর্ণ ৷

বাজেট পেশের সময় কী বলেছেন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য তা দেখে নেব একনজরে...

  • মুখ্যমন্ত্রী জানালেন এটি কর্মসংস্থানমুখী বাজেট ৷
  • রাজ্য সরকারি কর্মীরা আরও 3 শতাংশ ডিএ পাবেন ৷ পেনশনভোগীরাও আরও 3 শতাংশ ডিএ পাবেন ৷ আগামী মার্চ থেকেই মিলবে বর্ধিত হারে ডিএ ৷
  • দেউচা পাঁচামিতে 1 লক্ষ কর্মসংস্থান হবে ৷
  • বানতলা লেদার হাবে হবে 3 লক্ষ কর্মসংস্থা ৷
  • পরিবেশ ক্ষেত্রে 101.3 কোটি টাকা বরাদ্দের প্রস্তাব রাজ্যের ৷
  • মৎস্য বিভাগের জন্য 507.73 কোটি টাকা বরাদ্দের প্রস্তাব ৷
  • গ্রামীণ সড়ক নির্মাণে রাস্তাশ্রী প্রকল্প আনছে সরকার ৷ 11 হাজার 500 কিমি রাস্তার জন্য বরাদ্দ করা হয়েছে 3 হাজার কোটি টাকা বরাদ্দের প্রস্তাব ৷
  • যুব সমাজের জন্য 18-45 বছর বয়সি যুবক-যুবতীকে দেওয়া হবে ক্রেডিট কার্ড ৷ সর্বাধিক 5 লক্ষ টাকা আর্থিক ঋণ পাওয়া যাবে ৷ এই খাতে বরাদ্দ 350 কোটি টাকা ৷
  • মৎস্যজীবীদের অকালমৃত্যুজনিত ক্ষতিপূরণ বাবদ 2 লক্ষ কোটি টাকা করে এককালীন সাহায্য তুলে দেওয়া হবে ৷
  • 1.88 কোটি মহিলাকে লক্ষ্মীর ভান্ডার দেওয়া হচ্ছে ৷ 60 বছর হয়ে গেলে সরাসরি বার্ধক্য ভাতার সুবিধে পাবেন মহিলারা ৷
  • বাংলায় আর্থিক বৃদ্ধি 8.41 শতাংশ হবে বলে আশা করা হচ্ছে ৷
  • আমাদের পূর্ণাঙ্গ সরকারি ব্যবস্থা গড়ে উঠেছে ৷
  • 3 লক্ষ 71 হাজার মানুষ দুয়ার শিবিরের আয়োজন করা হয়েছে ৷ এতে 9 কোটিরও বেশি মানুষ উপকৃত হয়েছেন ৷
  • স্বনির্ভর গোষ্ঠীকে ঋণদান ও গ্রামীণ আবাস প্রকল্পে আমরা দেশের মধ্যে শীর্ষ ৷
  • মূল্য বৃদ্ধিতে দেশের মানুষের নাভিশ্বাস উঠছে ৷
  • জিএসটি রিটার্ন 70 থেকে 95 শতাংশ হয়েছে ৷ চলতি বছর জিএসটি-র ক্রমবর্ধমান হার 24.44 শতাংশ ৷
  • কৃষকদের জন্য বাংলা শস্য বিমা চালু হয়েছে ৷
  • কেন্দ্রীয় বাজেট দরিদ্রবিরোধী, আগেই বলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷
  • কৃষকদের জন্য বাংলা শস্য বিমা চালু হয়েছে ৷
  • দেশের ভয়ংকর মূল্য বৃদ্ধির কথা উচ্চারিত হয়নি কেন্দ্রীয় বাজেটে ৷
  • স্ট্যাম্প ডিউটিতে ছাড় দিয়েছে রাজ্য সরকার ৷ বাড়ি-ঘর ক্রয়ের জন্য স্ট্যাম্প ডিউটি ছাড় আরও 6 মাস বহাল ৷

গত কয়েক বছরে বেড়েছে রাজ্যের রাজকোষ ঘাটতি ৷ 2022-23 সালের বাজেটে তা 3.64 শতাংশ রেখেছিল রাজ্য সরকার ৷

আরও পড়ুন:বাজেট অধিবেশনে 100 দিনের কাজ নিয়ে প্রাইভেট বিল আনার ভাবনা রাজ্য সরকারের

Last Updated : Feb 15, 2023, 3:50 PM IST

ABOUT THE AUTHOR

...view details