কলকাতা, 27 মার্চ: "পরীক্ষার প্রশ্নপত্র তুলনামূলক সহজ করা হয়েছিল ৷ তাই এবছর উচ্চমাধ্যমিকের প্রশ্নপত্র নিয়ে কোথাও তেমন কোনও অভিযোগ ওঠেনি ৷" সোমবার একথা বললেন পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের (West Bengal Board Of Secondary Education) সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য ৷ উল্লেখ্য, এদিনই শেষ হল এবারের উচ্চমাধ্যমিক (HS Exam 2023) ৷ সেই উপলক্ষে সাংবাদিক সম্মেলন করেন সংসদ সভাপতি ৷ তাঁর আশা, এবারের পরীক্ষার ফল ভালোই হবে ৷
এদিন চিরঞ্জীব বলেন, এবারের পরীক্ষা মোটের উপর নির্বিঘ্নে হয়েছে ৷ কোথাও বড় কোনও অশান্তি হয়নি ৷ তবে, বিক্ষিপ্তভাবে যে কিছু অনভিপ্রেত ঘটনা ঘটেছে, তার ইঙ্গিত মিলেছে সংসদ সভাপতির দেওয়া তথ্যে ৷ তিনি জানিয়েছেন, এবারের পরীক্ষা চলাকালীন মোট 12 জনের উত্তরপত্র 'আরএ' করা হয় ৷ পরীক্ষা চলাকালীন পরীক্ষার্থীদের কাছ থেকে মোট পাঁচটি মোবাইল উদ্ধার করা হয় ৷ রেডিয়ো ফ্রিকোয়েন্সি মেশিন বা আরএফডি যন্ত্রের সাহায্য এই মোবাইলগুলি উদ্ধার করা হয় ৷ সংসদ সভাপতি জানিয়েছেন, এবারই প্রথম এই মেশিনের ব্যবহার করা হল ৷ ফলাফল ইতিবাচক হলে আগামিদিনেও পরীক্ষার হলে এই মেশিন কাজে লাগানো হবে ৷ এর সাহায্য়ে মোবাইল, স্মার্টফোন-সহ যেকোনও বৈদ্যুতিক যন্ত্র বা গ্য়াজেটের সন্ধান পাওয়া সম্ভব ৷ মূলত, টুকলি রুখতেই এই ব্যবস্থাপনা করা হয় ৷