পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

HS Exam 2023: প্রশ্নপত্র 'সহজ' ছিল, ভালো ফলের আশা সংসদ সভাপতির - উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ

এবারের উচ্চমাধ্যমিক পরীক্ষার (HS Exam 2023) ফল ভালো হবে বলে মনে করছেন পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের (West Bengal Board Of Secondary Education) সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য ৷ কেন একথা বললেন তিনি ?

West Bengal Board Of Secondary Education set an Easy Question Paper for HS Exam 2023
শেষ হল উচ্চমাধ্যমিক

By

Published : Mar 27, 2023, 6:27 PM IST

সংসদ সভাপতির সাংবাদিক সম্মেলন

কলকাতা, 27 মার্চ: "পরীক্ষার প্রশ্নপত্র তুলনামূলক সহজ করা হয়েছিল ৷ তাই এবছর উচ্চমাধ্যমিকের প্রশ্নপত্র নিয়ে কোথাও তেমন কোনও অভিযোগ ওঠেনি ৷" সোমবার একথা বললেন পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের (West Bengal Board Of Secondary Education) সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য ৷ উল্লেখ্য, এদিনই শেষ হল এবারের উচ্চমাধ্যমিক (HS Exam 2023) ৷ সেই উপলক্ষে সাংবাদিক সম্মেলন করেন সংসদ সভাপতি ৷ তাঁর আশা, এবারের পরীক্ষার ফল ভালোই হবে ৷

এদিন চিরঞ্জীব বলেন, এবারের পরীক্ষা মোটের উপর নির্বিঘ্নে হয়েছে ৷ কোথাও বড় কোনও অশান্তি হয়নি ৷ তবে, বিক্ষিপ্তভাবে যে কিছু অনভিপ্রেত ঘটনা ঘটেছে, তার ইঙ্গিত মিলেছে সংসদ সভাপতির দেওয়া তথ্যে ৷ তিনি জানিয়েছেন, এবারের পরীক্ষা চলাকালীন মোট 12 জনের উত্তরপত্র 'আরএ' করা হয় ৷ পরীক্ষা চলাকালীন পরীক্ষার্থীদের কাছ থেকে মোট পাঁচটি মোবাইল উদ্ধার করা হয় ৷ রেডিয়ো ফ্রিকোয়েন্সি মেশিন বা আরএফডি যন্ত্রের সাহায্য এই মোবাইলগুলি উদ্ধার করা হয় ৷ সংসদ সভাপতি জানিয়েছেন, এবারই প্রথম এই মেশিনের ব্যবহার করা হল ৷ ফলাফল ইতিবাচক হলে আগামিদিনেও পরীক্ষার হলে এই মেশিন কাজে লাগানো হবে ৷ এর সাহায্য়ে মোবাইল, স্মার্টফোন-সহ যেকোনও বৈদ্যুতিক যন্ত্র বা গ্য়াজেটের সন্ধান পাওয়া সম্ভব ৷ মূলত, টুকলি রুখতেই এই ব্যবস্থাপনা করা হয় ৷

এবারের প্রশ্নপত্র প্রসঙ্গে চিরঞ্জীব বলেন, এবছর যারা উচ্চমাধ্যমিক দিয়েছে, করোনার কারণে তারা মাধ্যমিক দিতে পারেনি ৷ ফলে এটাই ছিল তাদের জীবনের সবথেকে বড় পরীক্ষা ৷ সেই বিষয়টি সংসদ তার বিবেচনার মধ্যে রেখেছিল ৷ সেই কারণেই প্রশ্নপত্র যতটা সম্ভব সহজ রাখার সিদ্ধান্ত নেওয়া হয় ৷ তাই কর্তৃপক্ষের আশা, এবারের পরীক্ষার ফল যথেষ্ট ভালো হবে ৷

আরও পড়ুন:নকল করতে বাধা ! শিক্ষকদের মারধর, পরীক্ষাকেন্দ্র ভাঙচুর উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের

সংসদ সভাপতি আরও জানিয়েছেন, পরীক্ষা চলাকালীন বিভিন্ন জায়গায় সংসদের নিয়ম অনুযায়ী 161 জন পরীক্ষার্থীকে অতিরিক্ত সময় দেওয়া হয় এবং 314 জন পরীক্ষার্থীর জন্য রাইটারের ব্যবস্থা করা হয় ৷ এছাড়া, 84 জন পরীক্ষার্থী হাসপাতাল থেকে পরীক্ষা দিয়েছে ৷ 2 জন পুলিশ হেফাজতে থেকে পরীক্ষা দিয়েছে ৷ আগামী 10 জুনের মধ্যেই এবারের পরীক্ষার ফল প্রকাশ করা হবে ৷

ABOUT THE AUTHOR

...view details