পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Primary TET 2014 : 42 হাজারেরও বেশি শিক্ষক নিয়োগের নথি হাইকোর্টে জমা করল প্রাথমিক শিক্ষা পর্ষদ - West Bengal Board Of Primary Education

প্রাথমিকের নিয়োগে বড়সড় দুর্নীতির অভিযোগ ৷ ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি এই বিষয়ে নথি চেয়ে পাঠানোর পর আজ প্রায় 42 হাজারেরও বেশি শিক্ষক নিয়োগ সংক্রান্ত নথি হাইকোর্টে জমা করল প্রাথমিক শিক্ষা পর্ষদ ৷

Primary Tet 2014
Primary Tet 2014

By

Published : Sep 22, 2021, 4:06 PM IST

কলকাতা, 22 সেপ্টেম্বর : 42 হাজারেরও বেশি শিক্ষক নিয়োগের নথি কলকাতা হাইকোর্টে জমা করল প্রাথমিক শিক্ষা পর্ষদ । ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রাজেশ বিন্দালের ডিভিশন বেঞ্চে আজ প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফে ওই নথি জমা করা হয়েছে । মামলাকারীকে বলা হয়েছে কোথায় ত্রুটি আছে তা খুঁজে বের করে 15 নভেম্বরের মধ্যে আদালতকে জানাতে ।

2014 সালের প্রাথমিক টেট অনুযায়ী 2017 সালে 42 হাজারেরও বেশি শিক্ষক নিয়োগ করেছিল প্রাথমিক শিক্ষা পর্ষদ । কিন্তু তাতে দেখা যায় একাধিক প্রার্থীকে প্রয়োজনীয় কাগজপত্র ছাড়াই নিয়োগ করা হয়েছে । শুধু উত্তর দিনাজপুর জেলাতেই এমন 13 জনের খোঁজ পাওয়া গিয়েছে যারা টেট পরীক্ষায় উত্তীর্ণ না হয়েও প্রাথমিক স্কুলে শিক্ষক হিসেবে নিযুক্ত হয়েছিলেন ।

আরও পড়ুন :Manik Bhattacharya : স্বস্তি প্রাথমিক শিক্ষা পর্ষদ সভাপতির, আপাতত দিতে হবে না জরিমানার টাকা

এই ঘটনার বিরুদ্ধে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সিঙ্গল বেঞ্চে মামলা দায়ের হলে তিনি বিষয়টির মধ্যে বড় দুর্নীতির ইঙ্গিত পেয়ে বৃহত্তর স্বার্থে মামলাটি জনস্বার্থ হিসেবে বিবেচনা করে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে পাঠিয়ে দেন । এরপর ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি গত 9 সেপ্টেম্বর প্রাথমিক শিক্ষা পর্ষদের কাছে সমস্ত নিয়োগের নথি চেয়ে পাঠালে আজ সেই নথি জমা করে প্রাথমিক শিক্ষা পর্ষদ ।


কিন্তু মামলাকারীদের তরফের আইনজীবী শুভ্রপ্রকাশ লাহিড়ী জানান, এতজন নিয়োগের নথি মামলাকারীর পক্ষে খতিয়ে দেখা প্রায় অসম্ভব । তাই যদি কোনও এজেন্সি নিযুক্ত করা হয় এই নথি খতিয়ে দেখার জন্য তাহলে ভাল হয় ।

যদিও এই বিষয়ে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রাজেশ বিন্দালের ডিভিশন বেঞ্চ জানিয়েছে, মামলাকারী আগে পুরো নথি খতিয়ে দেখার পরে আদালত পরবর্তী পদক্ষেপ নেবে ।

আরও পড়ুন :নিয়োগের দাবিতে জেলাশাসকের দপ্তরে বিক্ষোভ TET উত্তীর্ণদের

ABOUT THE AUTHOR

...view details