পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Primary Recruitment Scam: প্রাথমিকের 36 হাজার চাকরি বাতিলের নির্দেশকে চ্যালেঞ্জ করে হাইকোর্টের ডিভিশন বেঞ্চে পর্ষদ - বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়

গত শুক্রবার কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় প্রাথমিকের 36 হাজার শিক্ষক-শিক্ষিকার চাকরি বাতিলের নির্দেশ দেন । সোমবার সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে মামলা করল প্রাথমিক শিক্ষা পর্ষদ ৷ চলতি সপ্তাহেই ওই মামলার শুনানি হতে পারে ৷

Calcutta High Cour
কলকাতা হাইকোর্ট

By

Published : May 15, 2023, 12:20 PM IST

Updated : May 15, 2023, 4:54 PM IST

আইনজীবী তরুণজ্যোতি তিওয়ারির বক্তব্য

কলকাতা, 15 মে: 36 হাজার প্রাথমিক শিক্ষক-শিক্ষিকার চাকরি বাতিলের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হল প্রাথমিক শিক্ষা পর্ষদ । জরুরি ভিত্তিতে শুনানির আবেদন জানানো হয় পর্ষদের তরফে । সেই আবেদনের ভিত্তিতে জরুরি শুনানি অনুমতি দিয়েছে কলকাতা হাইকোর্টের বিচারপতি সুব্রত তালুকদার ও বিচারপতির সুপ্রতিম ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ । বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় গত শুক্রবার 36 হাজার প্রাথমিক শিক্ষক-শিক্ষিকার চাকরি বাতিলের নির্দেশ দিয়েছিলেন । সেই নির্দেশকে চ্যালেঞ্জ করেই ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়েছে পর্ষদ । চলতি সপ্তাহে শুনানির সম্ভাবনা রয়েছে বলে আদালত থেকে জানা গিয়েছে ।

প্রসঙ্গত, গত শুক্রবার বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় চাকরি বাতিলের এই নির্দেশ দিয়েছিলেন ৷ 2014 সালে যে টেট পরীক্ষা হয়েছিল, তার ভিত্তিতে 2016 সালে রাজ্যের প্রাথমিক স্কুলগুলিতে 42 হাজার 942 জনের নিয়োগ হয় ৷ সেই নিয়োগের মধ্যে 36 হাজার চাকরি বাতিল করার নির্দেশ দেন বিচারপতি গঙ্গোপাধ্যায় ৷ প্রিয়াঙ্কা নস্কর-সহ মোট 140 জনের তরফে দায়ের করা ওই মামলায় চাকরি বাতিলের নির্দেশ দেন বিচারপতি ৷

মামলাকারীদের দাবি ছিল, নিয়োগের ক্ষেত্রে কোনও অ্যাপটিটিউড টেস্ট নেওয়া হয়নি ৷ নিয়োগের জন্য র‍্যাংক জাম্প করানো হয়েছে অনেকের ৷ সংরক্ষণের তালিকাও নিয়োগের সময় মানা হয়নি ৷ নিয়োগ করা হয়েছে প্রশিক্ষণহীনদের ৷ মামলায় প্রাথমিক শিক্ষা পর্ষদের সচিব হলফনামা দিয়েছিলেন ৷ সেখানে তিনি জানিয়েছিলেন, কোনও অতিরিক্ত প্যানেল প্রকাশ করা হয়নি । নিয়ম অনুয়ায়ী পাঁচ শতাংশ অতিরিক্ত প্যানেল তৈরি করাই হয়নি । এস বসু রায় অ্য়ান্ড কোম্পানিকে কোনও টেন্ডার ছাড়াই নিয়োগের কাজে ওএমআর শিট তৈরির দায়িত্ব দেওয়া হয়েছে ৷ সেই কারণে ওই সংস্থাকে 10 লক্ষ টাকা আগাম দেওয়া হয়েছিল ।

আরও পড়ুন:36 হাজার চাকরি বাতিলের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে আবেদন করবে পর্ষদ

তার পরও পর্ষদের তরফে শুক্রবারই এই রায়ের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে আবেদন করার কথা জানানো হয়েছিল ৷ সেই মতো সোমবার মামলা দায়ের করা হল ৷ এখন দেখার কবে এই মামলার শুনানি হয় ৷ আর সেই শুনানিতে আদালত কী নির্দেশ দেয় !

এদিকে চাকরি বাতিলের যে রায় শুক্রবার দেওয়া হয়েছিল, সেই নিয়ে সোমবার বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের দৃষ্টি আকর্ষণ করলেন মামালাকারী আইনজীবী তরুণজ্যোতি তিওয়ারি ৷ তাঁর বক্তব্য, 36 হাজার নয়, চাকরি বাতিল হবে 27 হাজার কিছু বেশি সংখ্যক শিক্ষক-শিক্ষিকার । আগামিকাল, মঙ্গলবার এই নিয়ে শুনানি হবে ।

কিন্তু তিনি এই আবেদন করলেন ? তরুণজ্যোতির বক্তব্য, ছাপার ভুলের জন্য জানা যাচ্ছে বাতিল হওয়া চাকরির সংখ্যা হবে 27 হাজার 415 ৷ চাকরি বাতিলের সংখ্যা কমবে 8 হাজার 585 । ছাপার ভুলের বিষয়ে সত্যটা আদালতে বলা উচিত বলে তিনি মনে করেন । তাই বিচারপতি দৃষ্টি আকর্ষণ করেছেন বলে জানিয়েছেন এই আইনজীবী ৷

তিনি আরও জানান, 2016 সালের ওই প্যানেলে 12 হাজার 443 জন প্রশিক্ষিত প্রার্থী ছিলেন । প্রশিক্ষণহীন ছিলেন 30 হাজার 185 জন । এঁদের মধ্যে প্রশিক্ষণহীন পার্শ্ব শিক্ষক ছিলেন 2770 । তাহলে নিয়ম না মেনে নিয়োগের সংখ্য়া হবে 27 হাজার 415 । অর্থাৎ বাতিল চাকরির সংখ্যা 36 হাজার থেকে কমে 27,415 হওয়া উচিত ।

আরও পড়ুন:36 হাজার প্রাথমিক শিক্ষকের চাকরি বাতিলের নির্দেশ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের

Last Updated : May 15, 2023, 4:54 PM IST

ABOUT THE AUTHOR

...view details