কলকাতা, 16 অক্টোবর : বঙ্গের রাজনীতিতে চিরকালই সুশীল সমাজ এবং বিদ্বজ্জনদের একটা বিশেষ ভূমিকা থাকে। সেই সুশীল সমাজ ও বিদ্বজ্জনদের কাছে পৌঁছতে মরিয়া রাজ্য বিজেপি। তাঁদের কাছে পৌঁছতে এবার বিজেপি-র অবলম্বন বিজয়ার শুভেচ্ছাবার্তা পাঠানোর পরিকল্পনা। রীতিমতো তালিকা তৈরি করে বিদ্বজ্জনদের কাছে শুভেচ্ছাপত্র পাঠাবে গেরুয়াশিবির।
বিজেপির সূত্রে খবর, রাজ্যে জুড়ে প্রায় 20 হাজার মানুষকে বিজয়ার শুভেচ্ছা বার্তা পাঠানোর পরিকল্পনা করেছে বিজেপির। ইতিমধ্যেই বিশেষ কার্ডও তার জন্য তৈরি করা হয়েছে। সমাজের সব স্তরের মানুষকেই এই শুভেচ্ছা বার্তা পঠানো হবে। জেলায় জেলায় বুদ্ধিজীবীদেরও এই বার্তা পাঠানো হবে। মূলত, বুদ্ধিজীবীদের মন জয় করতে মরিয়া বিজেপি। এই বিষয়ে বিজেপির সহসভাপতি প্রতাপ বন্দ্যোপাধ্যায় বলেন, "দুর্গাপুজোর শুভ বিজয়ার বিশেষ পত্র পাঠানো দলের তরফে অনেক আগেই শুরু হয়েছে। তবে এবার বৃহৎ আকারে পাঠানো হবে। আমরাও তালিকা তৈরি করেছি। রাজ্যের সমস্ত বুদ্ধিজীবীদের শুভেচ্ছা বার্তা পাঠানো হচ্ছে। তেমনই জেলা ধরে ধরে জেলার বিশিষ্টজনদেরও এই শুভেচ্ছা বার্তা পাঠানো হবে ৷"