পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Biman Banerjee HC Grievance : বিজেপি বিধায়কদের সাসপেনশন, আদালতের নির্দেশে ক্ষুব্ধ বিমান বন্দ্যোপাধ্যায় - বিচারপতি রাজাশেখর মান্থা

28 মার্চ বিধানসভায় হাতাহাতির ঘটনায় শুভেন্দু অধিকারী-সহ পাঁচ বিধায়ককে সাসপেন্ড করেন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় ৷ বিধায়কেরা আদালতে গেলে বিচারপতি অধ্যক্ষকে হলফনামা জমা দেওয়ার নির্দেশ দেয় ৷ এতেই অসন্তুষ্ট অধ্য়ক্ষ (Biman Banerjee HC Grievance) ৷

West Bengal Assembly News
বিধায়কদের শাস্তি প্রত্যাহার মামলায় অধ্যক্ষের হলফনামা চাওয়া নিয়ে ক্ষুব্ধ বিমান বন্দ্যোপাধ্যায়

By

Published : Apr 27, 2022, 2:05 PM IST

Updated : Apr 27, 2022, 4:11 PM IST

কলকাতা, 27 এপ্রিল : আদালতের হস্তক্ষেপ নিয়ে ক্ষুব্ধ বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় । বিজেপি বিধায়কের সাসপেনশন প্রত্যাহারের মামলায় বারংবার বিধানসভার কাজে আদালতের নাক গলানো নিয়ে আগেই ঘনিষ্ঠ মহলে ক্ষোভ প্রকাশ করেছিলেন তিনি । এবিষয়ে বিচারপতি রাজাশেখর মান্থার নির্দেশে কার্যত বিধানসভার অধ্যক্ষের ক্ষমতা খর্ব করা হচ্ছে, মনে করছেন তিনি । আর তাতেই ক্ষুব্ধ অধ্যক্ষ (West Bengal Assembly Speaker Biman Banerjee expressed grievance over HC interference into BJP MLA Suspension) ।

প্রসঙ্গত সোমবার, 25 এপ্রিল বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী-সহ পাঁচ বিজেপি বিধায়কের বিধানসভা থেকে সাসপেনশন সংক্রান্ত মামলায় রাজ্যকে হলফনামা জমা দেওয়ার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট । 2 মে-র মধ্যে রাজ্যের অ্যাডভোকেট জেনারেলকে এ ব্যাপারে স্পিকারের বক্তব্য জানাতে নির্দেশ দিয়েছেন বিচারপতি রাজাশেখর মান্থা । 5 মে মামলার পরবর্তী শুনানি ৷ এতেই চটেছেন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় ৷

আরও পড়ুন : HC Directs State Government : পাঁচ বিজেপি বিধায়কের সাসপেনশন সংক্রান্ত মামলায় রাজ্যের হলফনামা চাইল হাইকোর্ট

অধ্যক্ষের মতে কোনও ভাবেই এমনটা হওয়া বাঞ্ছনীয় নয় । সংবিধানের 212 নম্বর ধারায় বলা হয়েছে আদালত কোনও ভাবে বিধানসভার কাজকর্মে হস্তক্ষেপ করতে পারবে না । এরপরেও কীভাবে হাইকোর্ট হলফনামা চাইল, তাতে অবাক বিমান বন্দ্যোপাধ্যায় । সবচেয়ে বড় কথা, বিধায়কেরা সাসপেনশন পুনর্বিবেচনার জন্য অধ্যক্ষের কাছে আবেদন করতেই পারেন । তা না করে সরাসরি আদালতের শরণাপন্ন হওয়ায় বিধায়কদের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি ।

28 মার্চ হাতাহাতিতে জড়ান শাসক-বিরোধী দলের বিধায়কেরা (MLAs of TMC and BJP got involved in fighting) ৷ তারপরেই বিরোধী দলনেতা-সহ পাঁচ বিজেপি বিধায়ককে পরবর্তী বাজেট অধিবেশন পর্যন্ত সাসপেন্ড করেন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় ৷ তালিকায় নাম রয়েছে শুভেন্দু অধিকারী, বিরোধী দলের মুখ্য সচেতক মনোজ টিগ্গা, দীপক বর্মন, শঙ্কর ঘোষ, নরহরি মাহাতোর ৷

আরও পড়ুন : Suvendu suspends from Assembly : বিধানসভায় হাতাহাতির জেরে সাসপেন্ড শুভেন্দু-সহ পাঁচ বিজেপি বিধায়ক

Last Updated : Apr 27, 2022, 4:11 PM IST

ABOUT THE AUTHOR

...view details