কলকাতা, 13 অক্টোবর: পুজোর আগেই আবার স্বল্পকালীন অধিবেশন বসতে চলেছে রাজ্য বিধানসভায় । সবকিছু ঠিকঠাক থাকলে আগামী সোমবারই বসতে পারে এই অধিবেশন । যতদূর জানা যাচ্ছে, এই অধিবেশনে বিধায়কদের ভাতা বৃদ্ধির বিল নিয়ে আলোচনা হতে পারে । স্পেন সফরে যাওয়ার আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য বিধানসভায় দাঁড়িয়ে বিধায়ক ও মন্ত্রীদের ভাতা বৃদ্ধির কথা ঘোষণা করেছিলেন । কিন্তু এই ভাতা বৃদ্ধি কার্যকর করতে গেলে আইনি সংশোধনী প্রয়োজন ৷ সেই লক্ষ্যেই এই অধিবেশন বসতে চলেছে ।
আসলে বিধায়কদের ভাতা বৃদ্ধির বিষয়টি পুজোর আগেই কার্যকর করতে চাইছে রাজ্য সরকার । যেহেতু গোটা বিষয়টি কার্যকর করতে গেলে আইনি সংশোধনী জরুরি । তাই পুজোর আগেই তড়িঘড়ি এই অধিবেশন ডাকা হচ্ছে । আজ, শুক্রবার ৷ সোমবার বিধানসভার অধিবেশন হলে আলাদা করে আর বিএ (বিজনেস অ্যাডভাইজারি) কমিটি ডেকে এই সিদ্ধান্ত নেওয়ার সময় নেই । সে ক্ষেত্রে সেই দিনই সকালে বিএ কমিটির বৈঠক হবে । এবং তারপর যথারীতি এই অধিবেশন বসতে পারে ।