কলকাতা, 7 মার্চ : বাড়িতে এবার ভোটগ্রহণের ব্যবস্থা করা হবে । কোনও নাগরিক যাতে ভোটদানের অধিকার থেকে বঞ্চিত না হন সেদিকে নজর রাখবে নির্বাচন কমিশন । সাধারণত বেশি বয়স যাদের তারা বাড়ি থেকেই ভোট দিতে পারবেন ৷ গতকাল এমনই জানিয়েছেন অ্যাডিশনাল সিইও সঞ্জয় বসু ।
বয়সজনিত কারণ, কোভিড আক্রান্ত এরকম ব্যক্তিদের বাড়িতে ব্যালট পৌঁছে দেওয়া হবে ৷ শুধু তাই নয়, শারীরিক প্রতিবন্ধকতার কারণে যাঁদের সমস্যা রয়েছে, তাঁদের বাড়িতে গিয়ে ব্যালট নেবে নির্বাচন কমিশন । এবং যে অঞ্চলে যেদিন ভোটগ্রহণ হবে, সেইদিনের আগে এই প্রক্রিয়াটি সংগঠিত করবে নির্বাচন কমিশন ।