কলকাতা, 17 মার্চ : বিধানসভা নির্বাচনের আর হাতে গোনা কয়েকদিন বাকি ৷ তারই মাঝে উত্তপ্ত হয়ে উঠেছে রাজ্যের বিভিন্ন প্রান্তের পরিস্থিতি ৷ রাজনৈতিক হিংসা নিত্য ঘটনা হয়ে দাঁড়িয়েছে ৷ এবার বোমাবাজির ঘটনা ঘটল খোদ কলকাতায় ৷ তৃণমূলের দলীয় কার্যালয়ের সামনে বোমাবাজির অভিযোগ উঠল বিজেপির বিরূদ্ধে ৷ ফুলবাগান থানার ঘোষ বাগান এলাকার ঘটনা ৷ ঘটনার তদন্তে নেমেছে কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ ৷
লালবাজার সূত্রে খবর, গতকাল রাত তখন প্রায় 10 টা ৷ ফুলবাগানের তৃণমূল দলীয় কার্যালয়ের সামনে কয়েকজন তৃণমূল কর্মী দাঁড়িয়ে গল্প করছিল ৷ ঠিক সেই সময়ই কয়েকজন যুবক বাইকে করে এসে দাঁড়ায় কার্যালয়ের সামনে ৷ তাদের হাতে একটি ব্যাগও ছিল ৷ হঠাৎ তাদের মধ্যে একজনকে ব্যাগের মধ্যে থেকে বোমা বের করতে দেখেন তৃণমূল কর্মীরা ৷ কিছু বুঝে ওঠার আগেই তাদের লক্ষ্য করে বোমা মারতে শুরু করে বিজেপি আশ্রিত দুষ্কৃতিরা ৷ বোমা মারার সঙ্গে সঙ্গেই তারা বাইকে পালিয়ে যায় ৷ খবর দেওয়া হয় ফুলবাগান থানায় ৷