পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

গেরুয়া শিবিরে তৃণমূলের দুই বিক্ষুব্ধ বিধায়ক - পশ্চিমবঙ্গ বিধানসভা ভোট

আবারও বিজেপিতে যোগদান তৃণমূলে টিকিট না পাওয়া বিক্ষুব্ধ বিধায়কদের ৷ সেই সঙ্গে বিজেপি গেল হাওড়া পৌরনিগম এবং পানিহাটি পৌরসভার একাধিক কাউন্সিলর ৷

west bengal assembly election 2021 tmcs two sitting MLA join to bjp on wednesday
গেরুয়া শিবিরে তৃণমূলের দুই বিক্ষুব্ধ বিধায়ক

By

Published : Mar 10, 2021, 9:16 PM IST

কলকাতা, 10 মার্চ : বিধানসভা ভোটের আগে নদিয়ায় বড়সড় ভাঙন তৃণমূলে ৷ টিকিট না পেয়ে এবার বিজেপিতে গেলেন তেহট্টের বিধায়ক গৌরীশঙ্কর দত্ত ৷ সেই সঙ্গে তাঁর ছেলে অয়ন দত্ত বিজেপিতে যোগদান করেছেন ৷ আজ হেস্টিংসে বিজেপির নির্বাচনী কার্যালয়ে দিলীপ ঘোষ তাঁদের হাতে দলীয় পতাকা তুলে দেন ৷ সেই সঙ্গে তপনের বিধায়ক বাচ্চু হাসদাও এদিন বিজেপিতে যোগ দিয়েছেন ৷

বুধবার বিকেলে বিজেপির নির্বাচনী কার্যালয়ে আরও এক দফা যোগদান পর্ব চলল ৷ আর সেই যোগদান পর্বে তৃণমূল ছেড়ে বিজেপিতে গেলেন বর্তমান দুই বিধায়ক ৷ নদিয়ার তেহট্টের বিধায়ক গৌরীশঙ্কর দত্ত এবং তপনের বিধায়ক বাচ্চু হাসদা বিজেপিতে যোগ দিলেন ৷ সেই সঙ্গে গৌরীশঙ্কর দত্তের ছেলে অয়ন দত্ত গেরুয়া শিবিরে যোগ দিয়েছেন ৷ তবে, তৃণমূলের এই দুই বিধায়ক শুধু নন ৷ এদিন হাওড়া পৌরনিগম এবং পানিহাটি পৌরসভার বেশ কয়েকজন কাউন্সিলর বিজেপিতে যোগ দিয়েছেন ৷

আরও পড়ুন : যোগ বিজেপিতে, রাজনীতি ছাড়া থাকতে পারলেন না বনি

এদিন পানিহাটি পৌরসভার দুই কাউন্সিলর এবং হাওড়া পৌরনিগমের 45নং ওয়ার্ডের কাউন্সিলর নারসিন খাতুন আজ বিজেপিতে যোগ দেন ৷ হাওড়া পৌরনিগমের প্রাক্তন মেয়র শ্যামল রায়ও দিলীপ ঘোষের হাত থেকে বিজেপির পতাকা হাতে তুলে নেন ৷ অন্যদিকে, টলিউডের পরিচালক রাজীব বিশ্বাসও আজ বিজেপিতে এলেন ৷ প্রসঙ্গত, রাজীব বিশ্বাসের প্রাক্তন স্ত্রী তথা অভিনেত্রী শ্রাবন্তী গত সপ্তাহে বিজেপিতে যোগ দেন ৷

ABOUT THE AUTHOR

...view details