কলকাতা, 10 মার্চ : বিধানসভা ভোটের আগে নদিয়ায় বড়সড় ভাঙন তৃণমূলে ৷ টিকিট না পেয়ে এবার বিজেপিতে গেলেন তেহট্টের বিধায়ক গৌরীশঙ্কর দত্ত ৷ সেই সঙ্গে তাঁর ছেলে অয়ন দত্ত বিজেপিতে যোগদান করেছেন ৷ আজ হেস্টিংসে বিজেপির নির্বাচনী কার্যালয়ে দিলীপ ঘোষ তাঁদের হাতে দলীয় পতাকা তুলে দেন ৷ সেই সঙ্গে তপনের বিধায়ক বাচ্চু হাসদাও এদিন বিজেপিতে যোগ দিয়েছেন ৷
বুধবার বিকেলে বিজেপির নির্বাচনী কার্যালয়ে আরও এক দফা যোগদান পর্ব চলল ৷ আর সেই যোগদান পর্বে তৃণমূল ছেড়ে বিজেপিতে গেলেন বর্তমান দুই বিধায়ক ৷ নদিয়ার তেহট্টের বিধায়ক গৌরীশঙ্কর দত্ত এবং তপনের বিধায়ক বাচ্চু হাসদা বিজেপিতে যোগ দিলেন ৷ সেই সঙ্গে গৌরীশঙ্কর দত্তের ছেলে অয়ন দত্ত গেরুয়া শিবিরে যোগ দিয়েছেন ৷ তবে, তৃণমূলের এই দুই বিধায়ক শুধু নন ৷ এদিন হাওড়া পৌরনিগম এবং পানিহাটি পৌরসভার বেশ কয়েকজন কাউন্সিলর বিজেপিতে যোগ দিয়েছেন ৷