কলকাতা, 4 মার্চ : রবিবার জোড়াফুলের পতাকায় মোড়া কলকাতা নরেন্দ্র মোদিকে উপহার দেবে তৃণমূল । তার প্রস্তুতিতে আজ শহরের সব জনপ্রতিনিধিকে নিয়ে বৈঠক করল তৃণমূল শীর্ষ নেতৃত্ব । বৈঠকে শুধু বিধায়করাই নন, ছিলেন কাউন্সিলর-সাংসদরাও । সূত্রের খবর, প্রত্যেক জনপ্রতিনিধিকে নিজেদের দায়িত্ব বুঝিয়ে দেওয়া হয়েছে বৈঠকে । নির্দেশ দেওয়া হয়েছে প্রত্যেক ওয়ার্ডে প্রতিটি গলিতে পতাকা লাগানোর । একটি করে সিডি দেওয়া হয়েছে প্রত্যেকেকে । তাতে রয়েছে বাংলার মেয়ে মমতা, বাংলা নিজের মেয়েকেই চায় থেকে শুরু করে একগুচ্ছ দলীয় স্লোগান ।
বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন বিধায়করা । শুধু তাঁদের নিয়ে বৈঠক না করে কলকাতা এলাকায় দলের সমস্ত জনপ্রতিনিধিকে নিয়ে বৈঠক কেন ? রাজ্য রাজনীতির পর্যবেক্ষকরা বলছেন, ভোটের আগে দলকে এককাট্টা রাখতেই আজকের বৈঠক । সেইরকমই নির্দেশ দেওয়া হয়েছে বৈঠকে উপস্থিত জনপ্রতিনিধিদের । প্রত্যেকে কে কোন দায়িত্বে থাকবেন, সেই সবকিছু নিয়েই আলোচনা হয়েছে বলে খবর ।
একুশের লড়াইটা তৃণমূলের জন্য অন্যান্য বারের থেকে আলাদা । যদিও রাজ্যের শাসক দল বলছে তারা বারো মাস মানুষের পাশে থাকে । তাই এই নির্বাচনে জিততে তাদের কোনও অসুবিধা হবে না । তবুও এদিন সমস্ত জনপ্রতিনিধিকে সতর্ক করে দিয়েছে তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব । অভিষেক-পার্থ-ফিরহাদরা নির্দেশ দিয়েছেন, ঠিক যেভাবে লোকসভা নির্বাচনে ঐক্যবদ্ধভাবে কাজ করে দলের প্রার্থীদের জিততে সাহায্য করেছিলেন দলের অন্যান্য জনপ্রতিনিধিরা... এবারও যেন তা অব্যাহত থাকে ।