পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

"দম বন্ধের বাহানায় যাঁরা দল ছাড়ছেন তাঁরা ধান্দাবাজ" মন্তব্য ফিরহাদ হাকিমের

এতদিন দলে থাকার পর হঠাৎ করে এখনই সবার দমবন্ধ হচ্ছে কেন ? নাম না করে দীনেশ ত্রিবেদীকে আক্রমণ করলেন ফিরহাদ হাকিম ।

ফিরহাদ হাকিম
ফিরহাদ হাকিম

By

Published : Feb 13, 2021, 9:46 PM IST

কলকাতা, 13 ফেব্রুয়ারি : এদিন দীনেশ ত্রিবেদীর নাম না করেই ফিরহাদ হাকিম বলেন, "ডাল মে কুছ কালা হে ।" এদিন তিনি কটাক্ষ করে বলেন যাঁরা দ্বন্দ্বের বাহানা দিয়ে তৃণমূল ছেড়ে বিজেপিতে গিয়ে যোগদান করছেন তাঁরা ধান্দাবাজ । নির্বাচন যতই এগিয়ে আসছে, তখনই বিভিন্ন নেতাদের দম বন্ধ হয়ে আসছে দলের ভিতরে । প্রশ্ন তোলেন, "এতদিন দলে থাকার পর হঠাৎ করে এখনই সবার দমবন্ধ হচ্ছে কেন ?" যাঁরা দমবন্ধ হওয়ার বাহানা দিয়ে তৃণমূল থেকে বেরোচ্ছেন, তাঁদেরকে কটাক্ষ করে বলেন, "এখন কলকাতায় দূষণের মাত্রা অনেক কম দিল্লিতে থেকে । দিল্লির দূষণে দূষিত হয়েই অনেক দমবন্ধ অনুভব করছেন । কলকাতায় দমবন্ধকর পরিস্থিতি নেই । আমরা তো সকলেই প্রাণ খুলে নিশ্বাস নিচ্ছি কলকাতাতে।"

নির্বাচনের প্রাক মুহূর্তে যারা তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করছেন তাদের উদ্দেশ্যে তিনি বলেন , "দম বন্ধের বাহানা দিয়ে যাঁরা তৃণমূল ছেড়ে গিয়েছেন তাঁরা সকলেই বিজেপিতে যোগদান করছে । তৃণমূলের থাকলে দম বন্ধ হয়ে যাচ্ছে আর বিজেপিতে যোগ দিয়ে প্রাণভরে নিঃশ্বাস নিতে পারছে এরা ।" দম বন্ধের বাহানা দিয়ে যাঁরা দল ছেড়ে যাচ্ছেন তাঁদেরকে "ধান্দাবাজ" বললেন ফিরহাদ হাকিম।

নাম না করে দীনেশ ত্রিবেদীকে "ধান্দাবাজ" বললেন ফিরহাদ হাকিম

আরও পড়ুন : নাড্ডা এখন পড়েছে গাড্ডায় : ফিরহাদ

কোনও মানুষ যদি সক্রিয় রাজনীতি থেকে সরে আসে তাঁদেরকে ধান্দাবাজ বলা যায় না । লক্ষ্মীরতন নিজের পুরানো খেলাধুলার জগতে ফিরে যেতে চেয়েছিল তাই দল ছেড়েছে । এদিন তিনি রবিরঞ্জন চট্টোপাধ্যায় প্রসঙ্গে বলেন, "তিনি প্রবীণ সদস্য দলের । শারীরিক কারণে উনি আর এই দায়িত্ব টেনে নিয়ে যেতে চাইছিলেন না । তাই সক্রিয় রাজনীতি থেকে সরে আসার সিদ্ধান্ত নিয়েছেন ।"

কিন্তু যাঁরা দলে থেকে দলের সুবিধা ভোগ করার পর এখন দম বন্ধের বাহানা দিচ্ছেন, তাঁরা "সেল্ফ ধান্দাবাজ" । এমনটাই জানিয়েছেন ফিরহাদ হাকিম।

ABOUT THE AUTHOR

...view details