পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

শিশু ও প্রসূতি চিকিৎসায় বাংলার উন্নতি অভাবনীয়: মমতা বন্দ্যোপাধ্যায় - treatment of new born baby and pregnant lady in bengal

আজ চিত্তরঞ্জন সেবা সদনে মাতৃ মা প্রকল্পের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । তাঁর দাবি, গত কয়েক বছরে রাজ্যে নবজাতক ও প্রসূতিদের চিকিৎসায় অভাবনীয় উন্নতি হয়েছে ।

শিশু ও প্রসূতি চিকিৎসায় বাংলার উন্নতি অভাবনীয়
শিশু ও প্রসূতি চিকিৎসায় বাংলার উন্নতি অভাবনীয়

By

Published : Feb 15, 2021, 2:13 PM IST

কলকাতা, 15 ফেব্রুয়ারি : নবজাতক এবং প্রসূতিদের চিকিৎসায় গত কয়েক বছরে পশ্চিমবঙ্গের উন্নতি অভাবনীয় । আজ কলকাতার চিত্তরঞ্জন সেবা সদনে "মাতৃ মা" প্রকল্পের উদ্বোধন করতে গিয়ে এই দাবি করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । একই সঙ্গে আজ প্রসূতি এবং নবজাতকদের জন্য উন্নত চিকিৎসা পরিষেবার উপর জোর দিতে চিত্তরঞ্জন সেবা সদনে চালু করেন "মাদার অ্যান্ড চাইল্ড হাব" ।

উদ্বোধনী অনুষ্ঠানে মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেন, এটি নিয়ে রাজ্যে মোট "মাদার অ্যান্ড চাইল্ড হাব"-র সংখ্যা বেড়ে হল 17টি । তিনি আরও বলেন, "এখনও পর্যন্ত রাজ্যে 303টি সিক নিউ বর্ন কেয়ার ইউনিট গঠিত হয়েছে, যেখানে 28 দিন বয়স পর্যন্ত নবজাতকদের বিনামূল্যে চিকিৎসা পরিষেবা দেওয়া হয় ।"

আরও পড়ুন : প্রসূতিদের জন্য কোচবিহারে হচ্ছে আরও দুটি ওয়েটিং হাব

"স্বাস্থ্য পরিষেবায় পশ্চিমবঙ্গের হাসপাতালগুলি আজ প্রকৃতপক্ষেই বিশ্বমানের পর্যায়ে পৌঁছেছে । রাজ্যের 43 টি মাল্টি সুপার স্পেশালিটি হাসপাতালে গেলে দেখা যায়, বিশ্বের কোনও এক সেরা হাসপাতালে রয়েছেন । জোর গলায় বলতে পারি যে, দেশের অন্য সব রাজ্যের মধ্যে আমরাই চিকিৎসা পরিষেবায় প্রথম," বলেন মুখ্যমন্ত্রী ।

কথা প্রসঙ্গে তিনি আরও বলেন যে তাঁদের সরকার প্রকৃতপক্ষেই মানুষের সরকার । "খাদ্য থেকে শুরু করে স্বাস্থ্য আর শিক্ষা, সবই আমরা বিনামূল্যে দিয়ে থাকি । দেশের আর কোনও রাজ্যে এর নজির নেই," বলেন তিনি ।

ABOUT THE AUTHOR

...view details