কলকাতা, 15 ফেব্রুয়ারি : নবজাতক এবং প্রসূতিদের চিকিৎসায় গত কয়েক বছরে পশ্চিমবঙ্গের উন্নতি অভাবনীয় । আজ কলকাতার চিত্তরঞ্জন সেবা সদনে "মাতৃ মা" প্রকল্পের উদ্বোধন করতে গিয়ে এই দাবি করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । একই সঙ্গে আজ প্রসূতি এবং নবজাতকদের জন্য উন্নত চিকিৎসা পরিষেবার উপর জোর দিতে চিত্তরঞ্জন সেবা সদনে চালু করেন "মাদার অ্যান্ড চাইল্ড হাব" ।
উদ্বোধনী অনুষ্ঠানে মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেন, এটি নিয়ে রাজ্যে মোট "মাদার অ্যান্ড চাইল্ড হাব"-র সংখ্যা বেড়ে হল 17টি । তিনি আরও বলেন, "এখনও পর্যন্ত রাজ্যে 303টি সিক নিউ বর্ন কেয়ার ইউনিট গঠিত হয়েছে, যেখানে 28 দিন বয়স পর্যন্ত নবজাতকদের বিনামূল্যে চিকিৎসা পরিষেবা দেওয়া হয় ।"