সাহাগঞ্জ, 22 ফেব্রুয়ারি : ভোটে গরম বাংলায় এখন কী সরকারি সভা... কী রাজনৈতিক সভা... সব যেন মিলেমিশে এক হয়ে গিয়েছে । তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে মাঝে মধ্যেই দেখা গিয়েছে সরকারি মঞ্চ থেকে নাম না করে বিজেপির বিরুদ্ধে তোপ দাগতে । এবার বিজেপি । ফের একবার সরকারি মঞ্চে মিশে গেল রাজনীতির রং । রেলপ্রকল্পের উদ্বোধনের অনুষ্ঠানে পীয়ূষ গোয়েলের গলায় আজ প্রধানমন্ত্রীর প্রশংসা করতে গিয়ে শোনা গেল মোদির সোনার বাংলা গড়ার স্বপ্নের কথা ।
সোনার বাংলা কতটা রাজনৈতিক কতটা ভালোবাসার... সেই নিয়ে বিতর্ক থাকতেই পারে । কিন্তু বঙ্গভোটের রোজনামচায়, বিশেষ করে গেরুয়া শিবিরের পালে সোনার বাংলা স্লোগান নিঃসন্দেহে বাড়তি হাওয়া দিয়েছে । সেই কারণেই মোদি-শাহ-নাড্ডা থেকে শুরু করে বিজেপির বঙ্গ ব্রিগেডের প্রত্যেক নেতার মুখেই শোনা যাচ্ছে সোনার বাংলা গড়ার ডাক । আর গেরুয়া শিবিরের এই স্লোগান যথেষ্ট তাতাচ্ছে রাজ্যের শাসকদলকে ।
এই পরিস্থিতিতে আজ রেলের প্রকল্প উদ্বোধনের মঞ্চ থেকে পীয়ূষ গোয়েলের এই মন্তব্য যথেষ্টই তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন রাজ্য-রাজনীতির পর্যবেক্ষকরা ।