পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

কোন পথে সোমেন পরিবারের রাজনৈতিক ভবিষ্যৎ ? - শিখা মিত্র

সোমেন মিত্রের পুত্রের টুইট বার্তার পরেই আজ সকালে তাঁর বাড়িতে গিয়ে সোমেন জায়া শিখা মিত্রের সঙ্গে দেখা করেছেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী । এরপরই রোহন মিত্র বিজেপিতে যোগদান করতে চলেছেন বলে প্রবল জল্পনা রাজ‍্য রাজনীতিতে । এই বিষয়ে কী বলছেন রোহন মিত্র ?

রোহন মিত্র
রোহন মিত্র

By

Published : Mar 8, 2021, 2:23 PM IST

Updated : Mar 8, 2021, 3:54 PM IST

কলকাতা, 8 মার্চ : প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীর বিরুদ্ধে সোশাল মিডিয়ায় ক্ষোভ উগরে দিলেন সোমেন মিত্রের পুত্র রোহন মিত্র । উত্তর কলকাতায় কংগ্রেস দলটিকে তুলে দেওয়া হল বলে অভিযোগ করেছেন তিনি । এক টুইট বার্তায় রোহন লিখেছেন, উত্তর কলকাতায় একটি সিট পায়নি জাতীয় কংগ্রেস । তাহলে আগামী দিনে কেন কেউ উত্তর কলকাতাতে কংগ্রেসটা করবে, তাঁর বাবার সোমেন মিত্র বেঁচে থাকলে এমন ঘটনা ঘটত না বলেও মনে করছেন তিনি । প্রশ্ন তোলেন, মুর্শিদাবাদ আর মালদা নয় বলেই কি উত্তর কলকাতা থেকে কংগ্রেসটাকে তুলে দেওয়া হল ?

এছাড়াও প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীর নাম না করে তাঁর বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন সোমেন মিত্রের পুত্র রোহন । সোমেন মিত্রের পুত্রের টুইট বার্তার পরেই আজ সকালে তাঁর বাড়িতে গিয়ে সোমেন জায়া শিখা মিত্রের সঙ্গে দেখা করেছেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী । এরপরই রোহন মিত্র বিজেপিতে যোগদান করতে চলেছেন বলে প্রবল জল্পনা রাজ‍্য রাজনীতিতে ।

ইতিমধ্যেই কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধিকে চিঠি দিয়েছেন শিখা মিত্র । বুধবার দেখা করার জন্য সময় চেয়েছেন তিনি ।

আরও পড়ুন : "বাবা বেঁচে থাকলে তাঁর নামও উল্লেখ থাকত সুদীপ্তর চিঠিতে", বললেন সোমেনপুত্র

রোহন মিত্র জানান, আপাতত তিনি কোনও সিদ্ধান্ত নেননি বিজেপিতে যোগদানের জন্য । যদিও আজ সকালে শুভেন্দু অধিকারী এসে চৌরঙ্গি বিধানসভা কেন্দ্র থেকে শিখা মিত্রকে প্রার্থী করার জন্য দিল্লির বার্তা পৌঁছে দিয়েছেন, বলে জানিয়েছেন রোহন মিত্র ।

পারিবারিক সম্পর্কের জন্যই আজ সকালে শুভেন্দু অধিকারী এসেছিলেন বলে জানা গিয়েছে । রোহন মিত্র জানিয়েছেন, আপাতত তিনি কোনও সিদ্ধান্ত নেননি । যদি কোনও সিদ্ধান্ত নেন, তবে তা বুধবারের পরে । সোনিয়া গান্ধির সঙ্গে দেখা করার অপেক্ষায় রয়েছে মিত্র পরিবার । সূত্রের খবর, প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীর বিরুদ্ধে ক্ষোভ জানিয়ে আসবেন শিখা এবং রোহন ।

Last Updated : Mar 8, 2021, 3:54 PM IST

ABOUT THE AUTHOR

...view details