পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

সুরেলা যোগদান, দিদিকে হৃদমাঝারে রেখে তৃণমূলে অদিতি মুন্সি - তৃণমূলে যোগ দিলেন অদিতি মুন্সি

সংক্ষিপ্ত বক্তব্যের শুরু থেকে শেষ পর্যন্ত অত্যন্ত পরিমার্জিত অদিতি । একটিও অতিরঞ্জিত রাজনৈতিক শব্দবন্ধনী ছিল না । তার পরেও সবার মন জয় করে নিলেন । যা বললেন, তাতে যেন বারবার এটাই বুঝিয়ে গেলেন, তৃণমূল তাঁর বর্ধিত পরিবার ।

West Bengal Assembly Election 2021
ছবি

By

Published : Mar 4, 2021, 3:52 PM IST

Updated : Mar 4, 2021, 9:14 PM IST

কলকাতা, 4 মার্চ : মুখ্যমন্ত্রীকে হৃদমাঝারে রেখে সৌগত জেঠুর হাত থেকে জোড়াফুলের পতাকা তুলে নিলেন কীর্তনশিল্পী অদিতি মুন্সি । আজ দুপুরে আনুষ্ঠানিকভাবে তৃণমূলে যোগ দিলেন তিনি ।

ভোটের আগে রাজ্য রাজনীতিতে অব্যাহত তারকা যোগদান । পদ্ম হোক বা ঘাসফুল, কোনও শিবিরই পিছিয়ে নেই এদিক থেকে । গতকালই জোড়াফুলে যোগ দিয়েছেন অভিনেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় । দিন কয়েক আগে সায়নী ঘোষ, জুন মালিয়া, কাঞ্চন মল্লিকরাও মমতার হাত ধরেছেন । কিন্তু আগের সব তারকা যোগদানকে যেন কোথাও গিয়ে আজ ছাপিয়ে গেল অদিতির তৃণমূলে আগমন ।

কোনও অতিরঞ্জিত রাজনৈতিক শব্দবন্ধনী নেই, গলায় আওয়াজও পরিমিত... এ একেবারে স্বভাবসিদ্ধ, শান্ত অদিতি মুন্সি । কিন্তু তারপরেও যেভাবে তিনি দলের পতাকা হাতে তুলে নেওয়ার আগে নিজের বক্তব্য রেখে গেলেন, তা তৃণমূলে সাম্প্রতিক তারকা যোগদানে অবশ্যই প্রথমের সারিতে থাকবে । দলের নেতাদেরও একটা বড় অংশ আজ বলতে বাধ্য হচ্ছেন, আহা ! তৃণমূল ভবনে এমন সুরেলা যোগদান আগে হয়নি ।

অদিতি মুন্সি ছাড়াও যাঁরা যাঁরা আজ যোগ দিলেন তৃণমূলে

শুরুতেই মন জিতে নিলেন দলের সুপ্রিমোকে প্রাণের দিদিকে বলে সম্বোধন করে । 'দিদি'-র জন্য গানও ধরলেন, ছেড়ে দিলে সোনার গৌর আর পাব না .... তোমায় হৃদমাঝারে রাখব ছেড়ে দেব না । শুধু নেত্রীই নয়, আপন করে নিলেন সৌগত রায়কেও । বর্ষীয়ান তৃণমূল সাংসদকে জেঠু বলে ডাকলেন অদিতি । এ যেন তাঁর নিজেরই এক বর্ধিত পরিবার । আর এতেই মন জিতে নিলেন তৃণমূল ভবনে বসে থাকা প্রত্যেকের ।

আরও পড়ুন : মোদির ম্যাজিক না পিকের ক্যারিশ্মা ? কী বলছে ট্র্যাক-রেকর্ড

এখানে বলে রাখা দরকার, অদিতি কিন্তু সৌগতর এলাকারই মেয়ে । পারিবারিক সম্পর্কও রয়েছে মুন্সি পরিবারের সঙ্গে সাংসদের । আজ তাই অদিতি যখন তৃণমূলে যোগ দিচ্ছিলেন, তখনও বেশ আবেগঘন দেখাচ্ছিল সৌগত রায়কে । পারিবারিক সম্পর্কের কথাও বারবার উঠে এল সাংসদের কথায় । বললেন, "আমি গর্বিত যে, আমার এলাকার মেয়ে অদিতি তৃণমূলে যোগ দিলেন।" অদিতির সুরেলা কীর্তনেরও ভূয়সী প্রশংসায় মুখরিত তিনি ।

দিদিকে হৃদমাঝারে রেখে তৃণমূলে অদিতি মুন্সি

অদিতি নিজে কোনওদিন প্রত্যক্ষ রাজনীতির আঙিনায় না থাকলেও, তৃণমূলের সঙ্গে তাঁর পরোক্ষ একটা যোগ ছিলই । অদিতির শ্বশুর প্রয়াত তরুণ চক্রবর্তী তৃণমূলের দীর্ঘদিনের একনিষ্ঠ সৈনিক ছিলেন । গায়িকার স্বামী দেবরাজ চক্রবর্তীও তৃণমূল যুবর উত্তর 24 পরগনা জেলা সভাপতি । নিজে তৃণমূলে যোগ দিয়ে আজ সেই ধারাকেই আরও কিছুটা এগিয়ে নিয়ে গেলেন অদিতি ।

আরও পড়ুন : ‘বাংলার আসল বাঘিনী’-র পাশে শিবসেনা, লাভ হবে কি মমতার ?

অদিতির পাশাপাশি আজ তৃণমূল ভবনে সৌগত রায়ের হাত থেকে দলীয় পতাকা তুলে নেন টলিপাড়ার অতি পরিচিত অভিনেত্রী সুভদ্রা মুখোপাধ্যায় । জোড়াফুলের পতাকা হাতে তুললেন বাংলা ও ভোজপুরি সিনেমার শিল্পী ধীরজ পাণ্ডে এবং বিজেপি নেত্রী তথা গারুলিয়া পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান উষা চৌধুরী । কিন্তু আজ তৃণমূল ভবনের যাবতীয় লাইমলাইটে ছিলেন অদিতিই । নিজের পরিমার্জিত ও শান্ত গলায় শুরু থেকে শেষ পর্যন্ত তৃণমূল নেত্রীর প্রশংসা করে গেলেন । যেভাবে তৃণমূল নেত্রী সংগীতশিল্পীদের জন্য ভাবেন, সেভাবে আর অন্য কেউ ভাবতে পারবেন কিনা তা নিয়েও সংশয় প্রকাশ করেন তিনি । বললেন, মুখ্যমন্ত্রী বাংলাকে মনে প্রাণে ভালোবাসেন । তিনি বাংলার প্রকৃত রূপকার ।

আগামীকালই তৃণমূলের প্রার্থীঘোষণা হবে । সেই প্রার্থীতালিকায় অদিতির স্বামী দেবরাজের নাম থাকার প্রবল সম্ভাবনা রয়েছে । তার সঙ্গে আজকের এই সুরেলা যোগদানের পর অদিতিকেও প্রার্থী করে দেওয়া হবে কি না, সেই নিয়েও শুরু হয়েছে জল্পনা ।

Last Updated : Mar 4, 2021, 9:14 PM IST

ABOUT THE AUTHOR

...view details