কলকাতা, 6 এপ্রিল: প্রথম এবং দ্বিতীয় দফায় এগিয়ে আছে তৃণমূল কংগ্রেস ৷ তৃতীয় দফাতেও এগিয়ে থাকবে ঘাসফুল শিবির ৷ জয়ী হবেন সেই মমতা বন্দ্যোপাধ্যায়ই ৷ বিজেপি যতই আস্ফালন করুক না কেন এই পরিস্থিতিতে ঘুম ছুটেছে বিজেপির ৷ বঙ্গে তৃতীয় দফা নির্বাচনের শুরুতেই প্রতিক্রিয়া পার্থর ৷ এদিন সকাল 9টা নাগাদ তৃণমূলের মহাসচিব টুইটে বিজেপিকে আক্রমণ করেন ৷ পাশাপাশি প্রথম তিন দফা ভোটের রায় দলীয় সুপ্রিমো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকেই দেন ৷
ঘুম উড়েছে বিজেপির, জিতবেন মমতাই: টুইটারে আক্রমণ পার্থর - টুইটারে বিজেপিকে আক্রমণ পার্থ চ্যাটার্জির
তৃতীয় দফা নির্বাচনেও জিতবেন মমতা বন্দ্যোপাধ্যায়, এমনই দাবি পার্থ চট্টোপাধ্যায়ের ৷ মঙ্গলবার সকালে নিজের টুইটার হ্যান্ডেল থেকে পার্থ লেখেন, ‘বিজেপির দাবি বাংলায় নাকি বিজেপি মডেল প্রয়োজন ৷ কিন্তু প্রথম দু'দফা নির্বাচন-সহ তৃতীয় দফাতেও এগিয়ে রয়েছে ঘাসফুল শিবির ৷ এতেই ঘুম উড়েছে বিজেপির ৷
মঙ্গলবার নিজের টুইটার হ্যান্ডেলে তিনি লেখেন, "বহিরাগত বিজেপির বক্তব্য, বাংলার নাকি বিজেপি মডেল চাই ! অথচ প্রথম দুই দফাতেই নন্দীগ্রাম-সহ বাকি সব কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের জয়জয়কার । ঘুম ছুটেছে বিজেপির । আজ তৃতীয় দফাতেও সব কেন্দ্রেই বিপুল জয়লাভ করবে তৃণমূল কংগ্রেস । জয়ী হবেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷"
চলতি নির্বাচনে বিজেপি এবং তৃণমূলের মহারথীদের বাক্যুদ্ধ, একে অপরকে আক্রমণ অব্যাহত ৷ জনসভায় তো বটেই, বাদ যাচ্ছে না সোশ্যাল মিডিয়াও ৷ দু'পক্ষই দাবি করেছে জিতবে তারাই ৷ কে ঠিক তা জানতে অবশ্য সাধারণ মানুষকে অপেক্ষা করতে হবে 2 মে‘র জন্য ৷