কলকাতা, 17 ফেব্রুয়ারি : জোট প্রক্রিয়ার সঙ্গে সঙ্গে নিজেদের প্রার্থী তালিকাও গুছিয়ে নিচ্ছে বামফ্রন্ট তথা সিপিআইএম । চলতি মাসের শেষ রবিবার ব্রিগেড সমাবেশ বামফ্রন্টের । সেখানে অংশগ্রহণ করবে কংগ্রেসও । সেই ব্রিগেড সমাবেশের আগে নিজেদের প্রার্থী তালিকা প্রায় চূড়ান্ত করেছে সিপিআইএম । ৪০ শতাংশ নতুন মুখকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে বিধানসভার নির্বাচনে । সিদ্ধান্ত হয়েছে, শেষ বিধানসভা নির্বাচনে বামফ্রন্টের যে সমস্ত প্রার্থী ভালো ফল করেছিলেন এবং জয়ী হয়েছিলেন, সেই সমস্ত প্রার্থীকেই সংশ্লিষ্ট আসনগুলিতে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য মনোনীত করা হবে । আসন সমঝোতার পাশাপাশি, প্রার্থী তালিকা চূড়ান্ত করতে বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু, সিপিআইএম রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র এবং কেন্দ্রীয় কমিটির সদস্য মহম্মদ সেলিম আলাপ-আলোচনার ভিত্তিতে নতুন মুখের প্রাধান্য দিচ্ছেন, থাকছে তরুণ প্রার্থী।
আলিমুদ্দিন সূত্রের খবর, যাদবপুর বিধানসভা কেন্দ্রে ফের প্রতিদ্বন্দ্বিতা করবেন সুজন চক্রবর্তী । তেমনি বালুরঘাট থেকে নির্বাচনে আরএসপির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন বিশ্বনাথ চৌধুরি । শিলিগুড়িতে বামফ্রন্ট ও কংগ্রেসের জোট প্রার্থী হবেন অশোক ভট্টাচার্য । জেল থেকে বেরিয়ে জেলায় ফিরেছেন বামফ্রন্ট মন্ত্রিসভার প্রাক্তন পশ্চিমাঞ্চল উন্নয়ন মন্ত্রী সুশান্ত ঘোষ । এলাকায় ফিরে শালবনি থেকেই শুরু করেছিলেন তাঁর প্রথম জনসভা । সেই শালবনিতেই প্রার্থী হবেন সুশান্ত ঘোষ । তরুণ মুখের তালিকায় রয়েছেন শতরূপ ঘোষ । অতীতেও তিনি একবার কসবা বিধানসভা থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন । রাজ্যের বর্তমান মন্ত্রী জাভেদ খানের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন শতরূপ । পরাস্ত হয়েছিলেন । ফের এবছর বিধানসভা নির্বাচনে কসবা থেকেই প্রতিদ্বন্দ্বিতা করবেন তিনি ।