পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

বামফ্রন্টের প্রার্থী তালিকায় তরুণ মুখের অগ্রাধিকার - শতরূপ ঘোষ

ভোটের ময়দানে শতরূপ ঘোষ, কৌস্তভ চট্টোপাধ্যায় মতো তরুণদের প্রাধান্য দিচ্ছে বামফ্রন্ট নেতৃত্ব । আলিমুদ্দিন সূত্রে এমনটাই খবর পাওয়া যাচ্ছে ।

West Bengal Assembly Election 2021
বিমান বন্দ্যোপাধ্যায়

By

Published : Feb 17, 2021, 8:58 PM IST

কলকাতা, 17 ফেব্রুয়ারি : জোট প্রক্রিয়ার সঙ্গে সঙ্গে নিজেদের প্রার্থী তালিকাও গুছিয়ে নিচ্ছে বামফ্রন্ট তথা সিপিআইএম । চলতি মাসের শেষ রবিবার ব্রিগেড সমাবেশ বামফ্রন্টের । সেখানে অংশগ্রহণ করবে কংগ্রেসও । সেই ব্রিগেড সমাবেশের আগে নিজেদের প্রার্থী তালিকা প্রায় চূড়ান্ত করেছে সিপিআইএম । ৪০ শতাংশ নতুন মুখকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে বিধানসভার নির্বাচনে । সিদ্ধান্ত হয়েছে, শেষ বিধানসভা নির্বাচনে বামফ্রন্টের যে সমস্ত প্রার্থী ভালো ফল করেছিলেন এবং জয়ী হয়েছিলেন, সেই সমস্ত প্রার্থীকেই সংশ্লিষ্ট আসনগুলিতে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য মনোনীত করা হবে । আসন সমঝোতার পাশাপাশি, প্রার্থী তালিকা চূড়ান্ত করতে বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু, সিপিআইএম রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র এবং কেন্দ্রীয় কমিটির সদস্য মহম্মদ সেলিম আলাপ-আলোচনার ভিত্তিতে নতুন মুখের প্রাধান্য দিচ্ছেন, থাকছে তরুণ প্রার্থী।

আলিমুদ্দিন সূত্রের খবর, যাদবপুর বিধানসভা কেন্দ্রে ফের প্রতিদ্বন্দ্বিতা করবেন সুজন চক্রবর্তী । তেমনি বালুরঘাট থেকে নির্বাচনে আরএসপির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন বিশ্বনাথ চৌধুরি । শিলিগুড়িতে বামফ্রন্ট ও কংগ্রেসের জোট প্রার্থী হবেন অশোক ভট্টাচার্য । জেল থেকে বেরিয়ে জেলায় ফিরেছেন বামফ্রন্ট মন্ত্রিসভার প্রাক্তন পশ্চিমাঞ্চল উন্নয়ন মন্ত্রী সুশান্ত ঘোষ । এলাকায় ফিরে শালবনি থেকেই শুরু করেছিলেন তাঁর প্রথম জনসভা । সেই শালবনিতেই প্রার্থী হবেন সুশান্ত ঘোষ । তরুণ মুখের তালিকায় রয়েছেন শতরূপ ঘোষ । অতীতেও তিনি একবার কসবা বিধানসভা থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন । রাজ্যের বর্তমান মন্ত্রী জাভেদ খানের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন শতরূপ । পরাস্ত হয়েছিলেন । ফের এবছর বিধানসভা নির্বাচনে কসবা থেকেই প্রতিদ্বন্দ্বিতা করবেন তিনি ।

আরও পড়ুন : বাংলার রাজনীতিতে প্রাসঙ্গিকতা হারিয়েছে বাম-কংগ্রেস : বাবুল

দীর্ঘদিন পর বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দিতা করবেন সিপিআইএম পলিটব্যুরোর সদস্য মহম্মদ সেলিম । আলিমুদ্দিন স্ট্রিটের সাজানো প্রার্থী তালিকা অনুযায়ী কামারহাটি থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন মানস মুখোপাধ্যায়, দমদম উত্তরে তন্ময় ভট্টাচার্য, হুগলি জেলার পান্ডুয়াতে আমজাদ হোসেন, চাকুলিয়া বিধানসভা থেকে ফরওয়ার্ড ব্লকের প্রার্থী হবেন আলি ইমরান রমজ ।

চলতি বছরের বিধানসভা নির্বাচনের প্রার্থী তালিকায় অগ্রাধিকার দেওয়া হচ্ছে তরুণ মুখকে । ৪০ বছরের নিচের প্রার্থী থাকবেন প্রায় ৪০ শতাংশ । শতরূপ ঘোষের পাশাপাশি কৌস্তুভ চট্টোপাধ্যায়ও প্রতিদ্বন্দ্বিতা করবেন আসন্ন বিধানসভা নির্বাচনে । টালিগঞ্জ বিধানসভা কেন্দ্রের সিপিআইএম প্রার্থী হতে পারেন টলিউড অভিনেতা দেবদূত ঘোষ ।

ABOUT THE AUTHOR

...view details