কলকাতা, 25ফেব্রুয়ারি : দল যখনই কোণঠাসা হয়েছে তখনই তিনি পথে নেমেছেন ৷ পথে নেমে জন সমর্থনকে তাঁর দিকে টানার চেষ্টা করেছেন ৷ তাঁর মমতাময়ী ক্যারিশ্মাই তাঁকে মুখ্যমন্ত্রীর চেয়ারে বসিয়েছিল ৷ আর যখন তৃতীয় বার মুখ্যমন্ত্রী হওয়ার পথে বিজেপি নামক ঝড় বাঁধা হয়ে দাঁড়িয়েছে, তখনই ফের পথে নামলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ কতটা সাফল্য আসবে, তৃণমূল সরকার তৃতীয় বারের জন্য রাজ্যে ক্ষমতায় আসবে কি না, মুখ্যমন্ত্রীর মসনদে ফের মমতা আসবেন কি না, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামের সঙ্গে জুড়ে যাওয়া একাধিক অভিযোগ থেকে মুক্তি মিলবে কি না, এসবের উত্তর মিলতে বেশ কিছুটা সময় অপেক্ষা করতে হবে ৷ কিন্তু, আজ যেভাবে পেট্রল ডিজেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে ব্যাটারি চালিত গাড়িতে বাড়ি থেকে নবান্ন পৌঁছালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং নবান্ন থেকে ঘোষণা করলেন ফের একই ভাবে বাড়ি ফিরবেন, তা নিঃসন্দেহে অভিনব ৷ প্রতিবাদের ধরণ নতুনত্ব ৷ জনসংযোগের প্রক্রিয়া বৈচিত্রপূর্ণ ৷
বেশ কয়েকদিন ধরেই বিজেপি বিরোধী সুর সপ্তমে তুলেছেন তৃণমূল নেত্রী ৷ ভোট যত এগিয়ে আসছে ততই বিজেপি এবং তৃণমূল একে অপরের বিরুদ্ধে আক্রমণ ততই বাড়াচ্ছে ৷ বিজেপি যখন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে একাধিক অভিযোগ করেছে তখন তৃণমূলও সেই অভিযোগের উত্তর দেওয়ার চেষ্টা করেছে ৷ আর এবার মানুষের ন্যূনতম চাহিদা - দ্রব্য মূল্যের অস্বাভাবিক বৃদ্ধিকে সামনে রেখে প্রতিবাদের গুটি সাজালেন তৃণমূল নেত্রী ৷ ব্যাটারি চালিত স্কুটারে বাড়ি থেকে নবান্নে আসার এই পরিকল্পনা শুধু যে জনসংযোগ বৃদ্ধির হাতিয়ার হয়ে রইল তাই না পেট্রল ডিজেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদকে সপ্তমে তোলার প্রক্রিয়াও বটে ৷
আরও পড়ুন :মনীষীদের দর্শনেই সোনার বাংলা গড়ার ডাক নাড্ডার
চালক মন্ত্রী ফিরহাদ হাকিম ৷ পিছনে সওয়ার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ দুজনের মাথায় হেলমেট ৷ মুখ্যমন্ত্রীর গলায় ঝোলানো পেট্রল ডিজেল সহ দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে লেখা পোস্টার ৷ সামনে পিছনে নিরাপত্তারক্ষী ৷ বাইকে সওয়ার তৃণমূল কর্মীরাও ৷ স্কুটার ছুটল নবান্নের পথে ৷ গোটা দেশের সংবাদমাধ্যম যেন ভেঙে পড়লো ফুটেজ পেতে ৷ পিছনে স্লোগান তৃণমূল নেত্রী জিন্দাবাদ ৷ তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ ৷ প্রায় আধ ঘণ্টার যাত্রা শেষ হলো ৷ স্কুটার থামলো নবান্নের মূল ফটকের সামনে ৷ এবার চালকের আসনে স্বয়ং নেত্রী ৷ ইচ্ছে প্রকাশ করলেন স্কুটার চালানো শিখবেন ৷ নেত্রীর ইচ্ছেকে মর্যাদা দিতে এগিয়ে এলেন বাকিরাও ৷ নেত্রীর চালানো স্কুটি কয়েক হাত এগোলোও ৷