কলকাতা, 15 ফেব্রুয়ারি : পেট্রল-ডিজ়েলের দামে আগুন । যে হারে পেট্রল, ডিজ়েলের দাম বাড়ছে, তাতে মাথায় হাত পড়েছে মধ্যবিত্তের । গাড়িতে তেল ভরবেন... নাকি গাড়ি রিপেয়ারিংয়ে খরচ করবেন... ভেবে পাচ্ছেন না তাঁরা । তাও পেট্রল ডিজ়েলের বাজার কিছুতেই ঠান্ডা হচ্ছে না । দিনের-পর-দিন পেট্রল ডিজ়েলের মূল্য বৃদ্ধি পাচ্ছে । আজ এই নিয়েই নবান্ন থেকে কেন্দ্রকে দুষলেন মুখ্যমন্ত্রী ।
জ্বালানির মূল্যবৃদ্ধি প্রসঙ্গে তিনি বলেন, "বিজেপি নিত্যদিন রান্নার গ্যাস আর ডিজ়েলের দাম বাড়িয়ে চলছে । এটা একটা চিন্তার বিষয় । শুধু ভোটের মুখে কিছুদিনের জন্য দাম কমাবে ।" কেন্দ্রের বিরুদ্ধে সুর চড়িয়ে মুখ্যমন্ত্রী অভিযোগ করেন, "কেন্দ্র বিষয়টিকে গুরত্ব দিচ্ছে না । যখন ভোট আসে তখন দাম কমায়, পরে আবার দশবার দাম বাড়িয়ে দেয় । রান্নাঘরে আগুন লাগছে ।" কেন্দ্র শুধু মিথ্যা কথা বলছে বলেও অভিযোগ করেন তিনি ।