পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

কর্মীদের সংযত থাকার বার্তা মমতার - হাসপাতাল থেকে মমতার ভিডিয়ো বার্তা

আইন-শৃঙ্খলা পরিস্থিতি যাতে কোনওভাবেই নাগালের বাইরে না বেরিয়ে যায়, সেজন্য এবার হাসপাতালে শুয়েই কর্মী ও সমর্থকদের উদ্দেশে বার্তা দিলেন নেত্রী ৷ আবেদন করলেন সকলকে শান্ত ও সংযত থাকার জন্য ৷

মমতা বন্দ্যোপাধ্যায়
মমতা বন্দ্যোপাধ্যায়

By

Published : Mar 11, 2021, 3:07 PM IST

Updated : Mar 11, 2021, 4:01 PM IST

কলকাতা, 11 মার্চ : গতকাল নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায় আহত হওয়ার পর থেকেই জেলায় জেলায় তৃণমূল কর্মী ও সমর্থকদের বিক্ষোভের খবর প্রকাশ্যে এসেছে ৷ কোথাও টায়ার জ্বলেছে ৷ কোথাও আবার দাহ হয়েছে কুশপুতুল ৷ বিভিন্ন জায়গায় সড়ক অবরোধও হয়েছে ৷ আইন-শৃঙ্খলা পরিস্থিতি যাতে কোনওভাবেই নাগালের বাইরে না বেরিয়ে যায়, সেজন্য এবার হাসপাতালে শুয়েই কর্মী ও সমর্থকদের উদ্দেশে বার্তা দিলেন নেত্রী ৷ কর্মীদের সংযত থাকার জন্য বলেন তিনি ৷

আজ হাসপাতাল থেকে এক ভিডিয়ো বার্তায় মমতা বন্দ্যোপাধ্যায় জানান, গতকাল তিনি গাড়ির বনেটের উপর দাঁড়িয়ে সবাইকে নমস্কার করছিলেন ৷ আর সেই সময়েই এমন জোরে চাপ আসে, তাতে পুরো গাড়িটা তাঁর পায়ের উপর চেপে যায় ৷ শরীরে এখনও বিভিন্ন জায়গায় ব্যাথার ছাপ মমতা বন্দ্যোপাধ্যায়ের চোখেমুখে স্পষ্ট ৷ এই অবস্থায় মমতা বন্দ্যোপাধ্যায় সকলের কাছে আবেদন করেন শান্ত ও সংযত থাকার জন্য ৷

হাসাপাতালের বেডে শুয়ে কর্মীদের উদ্দেশে বার্তা মমতার

আরও পড়ুন : জেলায় জেলায় বিক্ষোভ,পুড়ল শুভেন্দুর কুশপুতুল

উল্লেখ্য গতরাত থেকেই শুরু হয় জেলায় জেলায় বিক্ষোভ ৷ কলকাতা থেকে শহরতলি... রাজ্যের সর্বত্রই পথে নামেন তৃণমূল কর্মী ও সমর্থকরা ৷ বেলঘড়িয়া কল্যাণী এক্সপ্রেসওয়ের মুড়াগাছা মোড়ে রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ চলে ৷ টায়ার জ্বালিয়ে বিক্ষোভ চলে দুর্গাপুরেও ৷

বিক্ষোভের আঁচ পড়েছে রায়গঞ্জেও ৷ দাহ করা হয় শুভেন্দু অধিকারীর কুশপুতুল ৷ চলে পথ অবরোধ ৷ আজ সকালেও বিক্ষোভ অব্যাহত ৷ হুগলির আরামবাগ থেকে শুরু করে মেদিনীপুরের বিভিন্ন এলাকায় আজ সকালেও বিক্ষোভ দেখায় তৃণমূল ৷

Last Updated : Mar 11, 2021, 4:01 PM IST

ABOUT THE AUTHOR

...view details