কলকাতা, 27 ফেব্রুয়ারি : ব্রিগেড সমাবেশ । বাংলার রাজনীতিতে ব্রিগেড যেন শক্তি পরীক্ষার লড়াই । এ শুধুমাত্র কোনও রাজনৈতিক সভা নয়.. এ এক কার্নিভাল । সামনেই একুশের ভোট । এবারের নির্বাচনে মূলত নজর থাকছে দু'টি শিবিরের দিকে । ঘাসফুল আর পদ্মফুল । দুই শিবিরই নিজেদের ক্ষমতা প্রদর্শনের লড়াইয়ে ময়দানে নেমে পড়েছে । জেলায় জেলায় ছুটে বেড়াচ্ছেন তৃণমূল নেত্রী । গেরুয়া শিবিরও পিছিয়ে নেই । ভোটারদের টানতে বারবার দিল্লি থেকে উড়ে আসছেন শাহ-নাড্ডারা । এমনকি নরেন্দ্র মোদিও দু'বার সভা করে গিয়েছেন । কিন্তু এতদিন পর্যন্ত বামেদের সেভাবে আড়ম্বর করে ভোটের ময়দানে নামতে দেখা যায়নি ।
বাংলার রাজনীতিতে একটি কথা আছে, ব্রিগেডে যে দল যত বেশি লোক নিয়ে আসতে পারবে, ভোটের ময়দানে সেই দলের পাল্লা নাকি তত ভারী । রাজনৈতিক দলগুলির বড় বড় মাথারা বারবার ভোটের আগে ছুটে এসেছেন ব্রিগেডে, দলের শক্তি পরীক্ষা করতে । একুশের ভোটের আগে রবিবার (28 ফেব্রুয়ারি) প্রথমবার বামেরা তাঁদের শক্তিপ্রদর্শনের লড়াইয়ে নামছে । ভোটের মরশুমে বাংলায় প্রথম ব্রিগেড । তবে তা ঘাসফুল... বা পদ্মফুলের নয়, কাস্তে-হাতুড়ির । চৌত্রিশ বছর ধরে বামেরা বাংলার তখতে ছিল । তারপর ঐতিহাসিক পালাবদল । দীর্ঘ এক দশক ক্ষমতা থেকে বাইরে । এই অবস্থায় আদৌ কতটা ভিড় টানতে পারবেন বিমান-সূর্য-শতরূপরা ? এই প্রশ্নই বিগত কিছুদিন ধরে ঘোরাফেরা করছে বাংলার রাজনীতির আনাচে কানাচে ।
তিন দশকেরও বেশি সময় ধরে বাংলার তখতে থাকার সৌজন্যে ব্রিগেডের কার্নিভাল সব থেকে বেশি আয়োজন করেছেন বামেরা । ব্রিগেডও বামেদের নিরাশ মুখে ফেরায়নি । ক্ষমতায় থাকুক বা না থাকুক, ভোটবাক্সে প্রতিফলন পড়ুক বা না পড়ুক, ব্রিগেডে ভিড় জমানোর সাহস কিন্তু বামেরা দেখিয়ে এসেছেন । ইতিমধ্যেই বেশ কিছু জেলা থেকে বাম কর্মী ও সমর্থকরা শহরে এসে পৌঁছেছেন ।
আরও পড়ুন : রবিবারের ব্রিগেডে বাম-কংগ্রেসের সঙ্গে থাকবে আব্বাসের দলও
তবে এবারের ব্রিগেডের আগে কিন্তু ছবিটা অনেকটাই আলাদা । কংগ্রেসের হাতে হাত মিলিয়ে নির্বাচনী বৈতরণী পার করতে আসরে নেমেছেন বামেরা । ব্রিগেডেও দেখা মিলবে যৌথভাবে । রাজনৈতিক বিশেষজ্ঞদের একটি বড় অংশ মনে করছেন, প্রকাশ্যে সেভাবে কিছু না এলেও, আসন সমঝোতা নিয়ে রাজ্য নেতৃত্বের সঙ্গে নিচুতলায় কতটা মতের মিল রয়েছে... তা সময় আসলেই বোঝা যাবে । এদিকে আবার আরও একটি ট্রেন্ড দেখা যাচ্ছে বঙ্গভোটের আলোচনায় । অনেকেই মনে করছেন আব্বাস সিদ্দিকীর ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের সঙ্গে জোট নিয়ে আলোচনা করায় বামেরা নাকি আদতে নিজেদের জায়গাটাকে কালিমালিপ্ত করছেন । সভাতেও দেখা মিলবে ভাইজানের দলের নেতাদের । তার উপর আবার টুম্পা । ব্রিগেডে ভিড় টানতে বামেদের এবার হাতিয়ার বহুলচর্চিত টুম্পা গানের প্যারোডি । ব্রিগেডে টুম্পা কতটা ভিড় টানতে পারল... কি পারল না, তা রবিবারই বোঝা যাবে । তবে বামেদের এই প্যারোডি অনেক জায়গাতেই সমালোচিত হয়েছে ।
সিদ্দিকীদের সঙ্গে দফায় দফায় বৈঠক করছে বাম-কংগ্রেস নেতৃত্ব । এতদিন ধরে বাংলায় 30 শতাংশ মুসলিম ভোটের উপর একতরফাভাবে অধিকার ফলিয়ে এসেছেন তৃণমূল নেত্রী । মমতার বিরুদ্ধে কার্যত বিদ্রোহ ঘোষণা করে আব্বাস সিদ্দিকী নতুন দল গঠন করায় তৃণমূলের একতরফা ভোটব্যাঙ্কে অনেকটাই ফাটল পড়তে পারে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা । এই পরিস্থিতিতে সিদ্দিকীদের কাছে টানতে মরিয়া হয়ে উঠেছে বাম নেতৃত্ব । বেশ কয়েক দফা আলোচনার পর সিদ্দিকীকে নন্দীগ্রামের আসন ছেড়ে দিতে রাজি হয়েছে বামেরা । এবারের ভোটে সব থেকে হাই ভোল্টেজ বিধানসভা কেন্দ্র বলতে গেলে, নন্দীগ্রাম । মমতা নিজে লড়বেন সেখান থেকে । এখনও কিছু চূড়ান্ত না হলেও, নন্দীগ্রামের স্বঘোষিত ভূমিপূত্র শুভেন্দুকে যদি বিজেপি মমতার উল্টোদিকে প্রার্থী করে, তাহলে কেউই অবাক হবেন না । নন্দীগ্রামে বিধানসভা কেন্দ্রে প্রায় 33 শতাংশ মুসলিম ভোটার । সেদিক থেকে দেখতে গেলে নন্দীগ্রামের আসন সিদ্দিকীদের ছেড়ে দেওয়া বামেদের দিক থেকে সঠিক চাল বলে মনে হতেই পারে । কিন্তু এখানে অন্য একটি সমীকরণও রয়েছে । 1952 সাল থেকে নন্দীগ্রাম আসনে প্রার্থী দিয়ে আসছে সিপিআই । সেখানে দাঁড়িয়ে হঠাৎ গজিয়ে ওঠা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টকে জায়গা ছেড়ে দেওয়া মন থেকে কতটা মেনে নিয়েছে সিপিআই , সেই উত্তর সময়ই বলবে । কানাঘুষো শোনা যাচ্ছে, এই নিয়ে স্থানীয় সিপিআই কর্মীদের মধ্যে একটি চাপা অসন্তোষও তৈরি হয়েছে ।
আরও পড়ুন : বামফ্রন্টের ‘টুম্পা’ কি পারবে বিমুখ ভোটারদের মন জয় করতে ?
শোনা যাচ্ছে, সিদ্দিকীদের আসন ছাড়তে গিয়ে সিপিআইয়ের আসন 14 থেকে 10-এ নেমে আসতে পারে । শুধু সিপিআইকেই নয় । সম্ভাব্য জোটসঙ্গী ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টকে আসনকে ছাড়তে গিয়ে কমে আসতে পারে বাকি শরিক দলের আসনও । সূত্রের খবর, ফরওয়ার্ড ব্লকের আসন সংখ্যা 34 থেকে 18-এ নেমে আসতে পারে । আরএসপির নামতে পারে 22 থেকে 16-তে । মহাজোট গড়ার লক্ষ্যে কি তবে শরিকদলগুলির অস্বস্তির কারণ হয়ে দাঁড়াল ? এদিকে শেষ পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, নন্দীগ্রামের পর ভাঙড়ের আসনও সিদ্দিকীদের ছেড়ে দিতে পারে বামফ্রন্ট । ভাঙড় এখন তৃণমূলের দখলে । গতবারের বিধানসভা ভোটে ভাঙড়ে নিজেকে 'চাষার ব্যাটা' বলে পরিচয় দিয়ে আসা একদা বাম নেতা রেজ্জাক সাহেবকে পরাস্ত করতে পারেননি সিপিএম প্রার্থী রশিদ গাজি । আর এই ভাঙড় আসনটি মূলত সংখ্যালঘু অধ্যুষিত । সূত্রের খবর, মূলত সেই কারণেই আসনটি সিদ্দিকীদের ছেড়ে দিতে চাইছে বাম নেতৃত্ব ।
যদিও বাম ঐক্য যে অটুট রয়েছে তা বারবার প্রমাণ করার চেষ্টা করছে সিপিএম ও শরিক দলগুলির নেতৃত্ব । সিপিআই রাজ্য সম্পাদক স্বপন বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, তৃণমূল এবং বিজেপির বিরুদ্ধে যত বেশি বিরোধী রাজনৈতিক দল ঐক্যবদ্ধ হবে ততই বামফ্রন্ট-সহ বিরোধীদের ফল ভালো হবে । তাঁরা আইএসএফ-সহ কংগ্রেসের সমঝোতাকে স্বাগত জানিয়েছেন । সেই কারণেই নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্র ছাড়া হয়েছে আব্বাস সিদ্দিকীকে ।
কংগ্রেস এবং ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের সঙ্গে আসন সমঝোতায় সমৃদ্ধ হবে এবারের ব্রিগেড সমাবেশ । বলছেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু । কংগ্রেস ও আইএসএফ মিলে তৃণমূল এবং বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ে আরও বেশি প্রাসঙ্গিক হবে বামফ্রন্ট । রবিবারের সমাবেশ প্রসঙ্গে ফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু বলেন, "এ এক ঐতিহাসিক ব্রিগেড । কংগ্রেস বা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট এককভাবে বিজেপি ও তৃণমূলের বিরুদ্ধে লড়াই করার মতো জায়গায় এখন নেই । বাম গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ সবক'টি দল যৌথভাবে লড়াই করলে আশানুরূপ ফল পাওয়া যাবে।"
আরও পড়ুন : ব্রিগেডে কীভাবে পৌঁছাবে বুদ্ধের বাণী, ভাবনায় বামেরা