পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

আব্বাসের সঙ্গে বৈঠকের অপেক্ষায় বাম-কংগ্রেস জোট - পশ্চিমবঙ্গ বিধানসভা ভোট 2021

আসন্ন বিধানসভা নির্বাচনের জন্য বারবার বাম-কংগ্রেস জোটে আব্বাস সিদ্দিকির সঙ্গে বৈঠকে বসতে চাইছে । কিন্তু, তা কোনওভাবে সম্ভব হচ্ছে না । বৈঠকে দলের অন্য কোনও প্রতিনিধিকে পাঠাচ্ছেন আব্বাস সিদ্দিকি । ফলে, বারবার বৈঠক হলেও তা ফলপ্রসূ হচ্ছে না । সূত্রের খবর, বৈঠক ফলপ্রসূ না হওয়ার আর একটা কারণ হল আসন সমঝোতা । খবর পাওয়া যাচ্ছে, আব্বাস সিদ্দিকি দক্ষিণবঙ্গের যে সমস্ত আসনের দাবি জানিয়েছেন, তার প্রত্যেকটি আসনেই কংগ্রেস জিতেছে । ফলে ওই আসনগুলি ছাড়তে নারাজ আব্বাস সিদ্দিকি ।

বাম-কংগ্রেস জোট
বাম-কংগ্রেস জোট

By

Published : Feb 19, 2021, 8:00 AM IST

কলকাতা, 19 ফেব্রুয়ারি : আব্বাসের সঙ্গে বৈঠক করতে চেয়েও কোনও লাভ হল না বাম-কংগ্রেস জোটের । পরপর তিনদিনের বৈঠকে অনুপস্থিত রইলেন আব্বাস সিদ্দিকি । তাঁর দলের অন্য প্রতিনিধিকে পাঠালেন এই বৈঠকে । গতকালও সেই বৈঠক ছিল । কিন্তু তারপরেও মিলল না কোনও সমাধান সূত্র। আব্বাস সিদ্দিকির সঙ্গে টেলিফোনে কথা বলতে চেয়েও বিফল হল আসন সমঝোতার আলোচনা । আব্বাস সিদ্দিকির দল ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের সঙ্গে সমস্যা তৈরি হয়েছে কংগ্রেসের । যদিও সে কথা প্রকাশ্যে বলতে নারাজ প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরি । বামফ্রন্ট জানিয়ে দিয়েছে কোনওভাবেই তাদের জেতা আসন আব্বাস সিদ্দিকিকে ছেড়ে দেওয়া হবে না । তাহলে সমঝোতা কীভাবে হবে, তা নিয়ে প্রশ্ন উঠেছে। এদিকে, আব্বাস সিদ্দিকি বিভিন্ন সময়ে বিভিন্ন সংখ্যার আসন চাইছেন । কখনও চাইছেন 40 টি আসন, কখনও আবার আসন সংখ্যা দ্বিগুণ হয়ে 80 হয়ে যাচ্ছে । যা নিয়ে প্রবল মতানৈক্য তৈরি হয়েছে বাম-কংগ্রেসের সঙ্গে আব্বাস সিদ্দিকির ।


বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু গতকাল সন্ধে নাগাদ আব্বাস সিদ্দিকির সঙ্গে যোগাযোগ করতে চেয়েছিলেন । কিন্তু কোনও ফলপ্রসূ আলোচনা হয়নি । আব্বাস তাঁর পুরানো দাবি জানান বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসুকে। দুই 24 পরগনা, মালদা, মুর্শিদাবাদ, উত্তর দিনাজপুরের একাধিক আসনের দাবি জানিয়েছেন আব্বাস সিদ্দিকি । আব্বাস সিদ্দিকির এই দাবি মানতে নারাজ কংগ্রেস নেতৃত্ব । তারা জানিয়ে দিয়েছে সংশ্লিষ্ট এলাকায় কোনও আসনই ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট বা আইএসএফকে ছাড়া যাবে না ।

জেতা আসন কোনওভাবেই আই এস এফকে ছাড়া সম্ভব নয়। স্পষ্ট জানিয়ে দিয়েছে বামফ্রন্ট এবং কংগ্রেস । দক্ষিণবঙ্গের যে সমস্ত আসনের দাবি জানিয়েছেন আব্বাস সিদ্দিকি সেই আসনগুলিতে শেষ বিধানসভা নির্বাচনে জয়ী হয়েছিল কংগ্রেস । যেমন উত্তর 24 পরগনার বাদুড়িয়া ও নদিয়ার কালিগঞ্জ । এই আসন দু'টি কংগ্রেসের জেতা আসন । এখানেই গোলযোগ বেধেছে । দেখা দিয়েছে জটিলতা । কারণ এই দু'টি আসনও চেয়েছেন আব্বাস সিদ্দিকি।

আরও পড়ুন, মমতা-অভিষেকের সভায় গরহাজির দুই সাংসদ, এক বিধায়ক এবং এক মন্ত্রী

বামফ্রন্ট এবং কংগ্রেসের আসন সমঝোতা ভেতরে ভেতরে ঠিক হয়ে গিয়েছে বলে জানা যাচ্ছে । সূত্রের খবর, আব্বাস সিদ্দিকি ছাড়াও এনসিপি, আরজেডির মতো ছোটো দল এই রাজ্যে বিজেপি এবং তৃণমূলের বিরুদ্ধে লড়াই করতে চায় । তাদের সঙ্গেও আলোচনা করবে বামফ্রন্ট এবং কংগ্রেস । সেই কারণে আলোচনার দরজা খোলা রেখেছে বাম-কংগ্রেস জোট ।

আব্বাস সিদ্দিকি ঘনিষ্ঠমহলে জানিয়েছেন, বামফ্রন্ট ও কংগ্রেসের আসন সমঝোতার মাঝখানে যদি ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট ব্রাত্য থেকে যায়, তাহলে আসন্ন বিধানসভা নির্বাচনে এককভাবে প্রতিদ্বন্দ্বিতা করবে তাঁর দল।

ABOUT THE AUTHOR

...view details