কলকাতা, 17 ফেব্রুয়ারি : বাংলায় বাড়ছে ভোটের পারদ । চলছে দলবদলের পালা । শাসক দলের একের পর এক নেতা বিজেপিতে গিয়ে যোগ দিচ্ছেন । তৃণমূলও বিজেপি থেকে কিছু নেতা ভাঙিয়ে আনতে পিছিয়ে থাকছে না । এরই মধ্যে জোট বেঁধেছে বাম-কংগ্রেস । বিভিন্ন দলীয় কর্মসূচিও একসঙ্গে করতে দেখা যাচ্ছে সুজন-মান্নানদের । তবে বাম-কংগ্রেসের হাত মেলানোয় বিশেষ চিন্তিত নন বিজেপি নেতা তথা কেন্দ্রীয় রাষ্ট্রমন্ত্রী বাবুল সুপ্রিয় । তাঁর মতে, বামফ্রন্ট বা কংগ্রেস বাংলার রাজনীতিতে প্রাসঙ্গিকতা হারিয়েছে ।
বাম-কংগ্রেসের হাত মেলানো প্রসঙ্গে বাবুল সুপ্রিয় বলেন, "ভারত গণতান্ত্রিক দেশ এবং তাঁরা (বাম ও কংগ্রেস) জোট করতেই পারেন । তবে এগুলি হয় সুবিধাবাদীদের জোট । আমরা জানি এর ফল কী হবে । কংগ্রেসের কোনও নেতৃত্ব নেই । তাঁদের একজন নেতা আছেন, যিনি কিছু বললেই তা মিম বা জোকসে পরিণত হতে বেশি সময় লাগে না ।" আর বামেদের প্রসঙ্গে তাঁর মত, "লেফ্ট আর লেফ্ট আউট ।" বাম কংগ্রেস বাংলার রাজনীতিতে আর প্রাসঙ্গিক নয় বলেও কটাক্ষ করেন তিনি ।