কলকাতা, 8 মার্চ : প্রার্থীতালিকা ঘোষণা হওয়ার পর থেকেই জেলায় জেলায় বিক্ষোভ শুরু হয়েছিল । একাধিক তৃণমূল নেতা টিকিট না পেয়ে আজ পদ্মশিবিরে । মমতার দীর্ঘদিনের রাজনৈতিক সঙ্গী সোনালী গুহ আজ বিজেপিতে যোগ দিলেন । দিলীপ-শুভেন্দুদের হাত থেকে গেরুয়া পতাকা হাতে তুলে নেন তিনি । এবারের প্রার্থীতালিকায় জায়গা পাননি সোনালী ।
ঘাসফুলে টিকিট না পেয়ে পদ্মশিবিরে একঝাঁক নেতা
শুধুমাত্র প্রার্থীতালিকায় জায়গা না পাওয়া তৃণমূল নেতারাই নয়, টিকিট পেয়েও ঘাসফুল ছেড়ে পদ্মে নাম লেখালেন মালদার হবিবপুরের প্রার্থী সরলা মুর্মু ।
এছাড়াও বিজেপিতে যোগ দিলেন সিঙ্গুরের মাস্টারমশাই বলে পরিচিত বর্ষীয়ান রবীন্দ্রনাথ ভট্টাচার্য । এবারের প্রার্থীতালিকায় রবীন্দ্রনাথ ভট্টাচার্যের জায়গায় এবার প্রার্থী করা হয়েছে বেচারাম মান্নাকে । শিবপুরে এবার জোড়াফুলের প্রতীকে প্রার্থী করা হয়েছে তারকা ক্রিকেটার মনোজ তিওয়ারিকে । তারপর থেকেই ক্ষোভে ফুঁসছিলেন বর্তমান বিধায়ক জটু লাহিড়ি । এবার তিনিও বিজেপিতে নাম লেখালেন । বসিরহাটের বিধায়ক দীপেন্দুও জায়গা পাননি এবারের প্রার্থী তালিকায় । তিনিও আজ শুভেন্দু-দিলীপদের হাত থেকে গেরুয়া পতাকা হাতে তুলে নিলেন ।
শুধুমাত্র প্রার্থীতালিকায় জায়গা না পাওয়া তৃণমূল নেতারাই নয়, টিকিট পেয়েও ঘাসফুল ছেড়ে পদ্মে নাম লেখালেন মালদার হবিবপুরের প্রার্থী সরলা মুর্মু । এর পাশাপাশি বিজেপিতে যোগ দিলেন অভিনেত্রী তনুশ্রী চক্রবর্তীও ।