পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

মালদা এবং মুর্শিদাবাদেও আসন পাচ্ছেন আব্বাসরা, চূড়ান্ত হল আসন-সমঝোতা

জোটে মূল সমস্যা ছিল মালদা ও মুর্শিদাবাদ নিয়ে । এবার তার অবসান হল । মালদা ও মুর্শিদাবাদেও প্রার্থী দিতে পারবেন আব্বাস সিদ্দিকীরা । তবে কোন দল কোন আসনে প্রার্থী দেবে, তা এখনও চূড়ান্ত হয়নি ।

আইএসএফ
ফাইল ছবি

By

Published : Mar 4, 2021, 2:15 PM IST

কলকাতা, 4 ফেব্রুয়ারি : বামফ্রন্ট, কংগ্রেস এবং আইএসএফকে নিয়ে আপাতত আসন সমঝোতা চূড়ান্ত হয়েছে বলে জানা গিয়েছে । গত পরশুদিন জানিয়ে দেওয়া হয়েছিল আইএসএফ বা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট মোট 37 টি আসনের ভাগীদার হয়েছিল । আপাতত ঠিক হয়েছে সংশ্লিষ্ট 294 টি আসনের মধ্যে 37 টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে আইএসএফ । কংগ্রেস এবং বামফ্রন্ট যৌথ সাংবাদিক বৈঠকে গত সোমবার জানিয়ে দেওয়া হয়েছিল কংগ্রেস কেবলমাত্র 92 টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে । 165 টি আসন বামফ্রন্টের জন্য ছেড়ে দেওয়া হয়েছে । সেখানে সিপিআইএম 130 টি আসন, সিপিআই 9 টি আসন এবং ফরওয়ার্ড ব্লক এবং আরএসপি যথাক্রমে 15 এবং 11 টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে ।

আজ সকালেও দফায় দফায় বৈঠক হয়েছে কংগ্রেস এবং আইএসএফের সঙ্গে । সূত্রের খবর, মালদা এবং মুর্শিদাবাদেও আইএসএফকে আসন দেওয়া হয়েছে । তবে কোন আসনে কোন দল প্রতিদ্বন্দ্বিতা করবে সে বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি । কেবলমাত্র সংখ্যা জানিয়ে দেওয়া হয়েছে ।

আরও পড়ুন : এলাকা কুকুরের হয়, মানুষের না; অভিষেকের গড়ে হুঙ্কার আব্বাসের

আজ কিছুক্ষণ আগে বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু জানিয়েছেন, কোন আসন কোন দলের জন্য ঠিক হয়েছে তা এখনই বলা যাবে না ‌। আগামী সোমবার বিস্তারিত জানিয়ে দেওয়া হবে । কথা বলতে গিয়ে মাঝপথে মেজাজ হারান বামফ্রন্ট চেয়ারম্যান । বলেন, "নিজেদের মনের মাধুরী মিশিয়ে আপনারা যা লেখার লিখে দিন ।"

ABOUT THE AUTHOR

...view details