কলকাতা, 4 মার্চ : ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট এখনও প্রতীক তৈরি করতে পারেনি । মালদা এবং মুর্শিদাবাদের বিধানসভা কেন্দ্র নিয়ে সন্ধে থেকে ফের শুরু হয়েছে জোটের জটিলতা । আলিমুদ্দিন স্ট্রিট থেকে কংগ্রেসকে 92 টি আসনের তালিকা পাঠিয়ে দেওয়া হয়েছে । লাভের লাভ কিছুই হয়নি । এদিকে এন্টালি বিধানসভায় প্রার্থী দিতে চলেছে আইএসএফ । ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট সূত্রের খবর এমনই ।
দুপুর পর্যন্ত আসন বণ্টন প্রক্রিয়া স্বাভাবিক থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে শুরু হয় জোটের জটিলতা । বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু ধৈর্য হারান । প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীর উপর ক্ষুব্ধ আলিমুদ্দিন স্ট্রিটের নেতারা । অন্যদিকে প্রদেশ কংগ্রেস এবং রাজ্য বামফ্রন্টের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের প্রতীক । নির্বাচনের বাকি নেই বেশিদিন । এখনও পর্যন্ত আইএসএফ তাদের দলীয় প্রতীক ঠিক করতে পারেনি ।