পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

মমতার আহত হওয়ার সময়ের ভিডিয়ো সামনে - west bengal assembly election 2021

প্রকাশ্যে এসেছে মমতার আহত হওয়ার ভিডিয়ো ৷ নির্বাচন কমিশনের ভিডিয়ো টিমই মমতার আবত হওয়ার ভিডিয়োটি সামনে এনেছে ৷ ভিডিয়োর যাঁচাই পর্ব শেষেই চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাবে নির্বাচন কমিশন ৷

মমতা
মমতা

By

Published : Mar 11, 2021, 10:08 PM IST

Updated : Mar 11, 2021, 11:04 PM IST

কলকাতা, 11 মার্চ : গতকাল নন্দীগ্রামে মনোনয়ন পত্র জমা দিতে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ ফেরার পথে বিরুলিয়াতে আহত হন তিনি ৷ তারপর জল গড়িয়েছে বহুদুর ৷ একে অপরকে দোষারোপ করছে দুই যুযুধান শিবির ৷ ইতিমধ্যেই ঘটনার রিপোর্ট জমা পড়েছে এবং রিপোর্টটি রাজ্য নির্বাচন কমিশন পাঠিয়েছে জাতীয় নির্বাচন কমিশনে ৷নির্বাচন কমিশনের একটি নিজস্ব ভিডিয়ো দল রয়েছে ৷ যার নাম 'ভিডিয়ো ভিউয়ার টিম' ৷ যাদের কাজ নির্বাচনের আদর্শ আচরণবিধি মেনে সামগ্রিক নির্বাচনের পুঙ্খানুপুঙ্খ ভিডিয়ো করা ৷ সেইমতো গতকালের মুখ্যমন্ত্রীর মনোনয়নপত্র জমা দেওয়া থেকে শুরু করে বিভিন্ন মন্দিরে পুজো দেওয়ার সব ভিডিয়োই আছে এই দলের কাছে ৷ আজ নির্বাচন কমিশনের তরফে এই ভিডিয়োটি চাওয়া হয় ৷ পুলিশ সুপার ও জেলা শাসকের রিপোর্টের সঙ্গে মিলিয়ে দেখার জন্য ৷ এই ভিডিয়ো চাওয়ার একটাই উদ্দেশ্য ৷ যাতে পূর্ণাঙ্গ তদন্তে গতি পাওয়া যায় এবং কোনওপ্রকার অসঙ্গতি না থাকে ৷

এই পরিস্থিতিতে আজ সন্ধ্যায় একটি ভিডিয়ো প্রকাশ্যে এসেছে । যেখানে ঘটনার আগের মুহূর্তের ছবি সামনে এসেছে । তবে ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি ইটিভি ভারত ।

মমতার আহত হওয়ার সময়ের ভিডিয়ো সামনে,যদিও ইটিভি ভারত এর সত্যতা যাচাই করেনি

উল্লেখ্য, গতকাল মুখ্যমন্ত্রীর আহত হওয়ার কথা শুনে উত্তাল হয়ে ওঠে সমগ্র বাংলা ৷ জেলায় জেলায় টায়ার জ্বালিয়ে, মোদি-শাহর কুশপুতুল পুড়িয়ে বিক্ষোভ দেখায় তৃণমূলের কর্মী-সমর্থকরা ৷ চলে একে অপরকে দোষারোপের পর্ব ৷ বঙ্গের উত্তাল রূপ দেখে মুখ্যমন্ত্রী এসএসকেএম হাসপাতাল থেকেই তাঁর অনুগামীদের শান্ত থাকার বার্তা দেন ৷ অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায়কে তুলোধনা করতে ছাড়েনি বিজেপি সহ কংগ্রেস ৷

Last Updated : Mar 11, 2021, 11:04 PM IST

ABOUT THE AUTHOR

...view details