পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

হীরক রাজা না ভগবান ? সত্যজিতের জন্মশতবর্ষে সত্য-জিতের রায় শোনাবে বাংলা - সত্যজিৎ রায়ের হীরক রাজার দেশে

2 মে বাংলার ভোটগণনা । রাজনৈতিক দলগুলির ভাগ্যপরীক্ষার দিন । আর কাকতালীয়ভাবে এইদিনটাই হল সত্যজিৎ রায়ের জন্মদিন । হীরক রাজার খামখেয়ালিপনার শাস্তি পেতে হয়েছিল সেখানকার মানুষকে । বাংলাতেও কি সেই একই অবস্থা ? মমতা-মোদি জাঁতাকলে পরে পিষতে হচ্ছে আমজনতাকে ? মুক্তি মিলবে সত্যজিতের জন্মদিনে ?

West Bengal Assembly Election 2021
ছবি

By

Published : Feb 26, 2021, 9:50 PM IST

Updated : Feb 27, 2021, 10:16 AM IST

কলকাতা, 26 ফেব্রুয়ারি : তিনি শুনিয়েছিলেন, দেখিয়েছিলেন, চিন্তা করতে বলেছিলেন ।

তিনিই সম্ভবত বাংলা চলচ্চিত্রে প্রথম স্বৈরতন্ত্রের এক বাস্তব রূপ প্রকাশ্যে আনার সাহস দেখিয়েছিলেন । তাঁর কলমের ছোঁয়ায় মধ্যযুগের পাগলা রাজাকে প্রত্যক্ষ করেছিল আধুনিক যুগের বাঙালি । তিনি সত্যজিৎ রায় । তাঁর পরিচালিত 'হীরক রাজার দেশে' আজও শুধু খুদে দর্শক নয়, আপামর বাঙালি দর্শকের মনের স্মৃতিকোঠায় ।

আর যেদিন খেলার ফল প্রকাশ হওয়ার কথা, সেই দিনটা সত্যজিৎ রায়ের জন্মদিন । কাকতালীয় হলেও হীরক রাজার স্রষ্টার হাত ধরেই যেন রায় শুনতে চলেছে বাংলা । সেদিন হীরক রাজার খামখেয়ালিপনার শাস্তি পেতে হয়েছিল সেখানকার মানুষকে । যে রাজ্যে শিক্ষা ছিল না, ছিল না স্বাস্থ্য পরিষেবা, ছিল না মন খুলে কথা বলার শংসাপত্রও ।

আর বাংলায় রাজনৈতিক বিরোধীরা দাবি করেন, মমতার রাজত্বে নাকি মন খুলে কথা বলতে পারেন না অন্যান্যরা । বিজেপি, সিপিএম এবং কংগ্রেস... তিন পক্ষই বারবার অভিযোগ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হিসেবে স্বৈরতন্ত্রী । তাঁর খামখেয়ালিপনার জন্য ফল ভুগতে হচ্ছে রাজ্যের মানুষকে । মমতার দিকে বারবার একাধিক অভিযোগ উঠে এসেছে । শুভেন্দু অধিকারী, রাজীব বন্দ্যোপাধ্যায়ের মতো পদত্যাগী তৃণমূলীরা মমতাকে ছাপিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করতে পিছপা হননি । কয়লা কেলেঙ্কারি, গরু-পাচারের মতো একাধিক অভিযোগ উঠেছে বন্দ্যোপাধ্যায় পরিবারের বিরুদ্ধে ।

আরও পড়ুন : কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তায় আট দফায় ভোট রাজ্যে, শুরু 27 মার্চ

যদি আমরা একটু পিছনে ফিরি, বাঙালির আইকন সত্যজিতের সৃষ্টির দিকে নজর দিই, তাহলেও হীরক রাজাকেও এমনভাবেই পাব । হীরক রাজার দম্ভ, অত্যাচার আটকাতে গুপী-বাঘার পদচারণ লক্ষ্য করব । আর বিরোধীদের অভিযোগ যদি সত্যি বলে ধরে নেওয়া যায়, তাহলে হীরক রাজত্বই যেন বাংলার প্রতিচ্ছবি ।

আবার এর উল্টোদিকও আছে । মমতা বন্দ্যোপাধ্যায় তথা তৃণমূলের সকল নেতারা একই অভিযোগ করেন, নরেন্দ্র মোদি নাকি স্বৈরতন্ত্রী । মোদি এবং অমিত শাহর জুটি দেশকে বিক্রি করে দিতে চাইছে । গুটিকয়েক শিল্পপতির হাতে দেশের ভরকেন্দ্র চলে যাচ্ছে । মোদি-শাহর রাজত্বকালে দেশের মানুষ নিপীড়িত, শোষিত, নির্যাতিত । তাঁরা কথা বলতে ভয় পান । তাঁরা হাসতে ভয় পান । তাঁরা মন খুলে চলতে ভয় পান । তাঁদের ব্যক্তিত্ব কেড়ে নিয়েছে সরকার । সাধারণ মানুষকে পরাধীন বানিয়েছে মোদি-শাহ জুটি । তৃণমূল তথা মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ এমনই ।

যদি আমরা তৃণমূলের চোখ দিয়ে কেন্দ্রীয় সরকারকে লক্ষ্য করি বা বিজেপির চোখ দিয়ে বঙ্গের তৃণমূল সরকারকে লক্ষ্য করি -- উভয়ক্ষেত্রেই ছবিটা হীরক রাজ্যের মতো । যে রাজ্যে কোনও নিয়ম শৃঙ্খলা নেই । সাধারণ মানুষ রাজার বিরুদ্ধে, কিন্তু ভয়ে মুখ খুলতে পারেন না ।

আবার গুপি-বাঘার একাধিক চলচ্চিত্রে সত্যজিৎ দেখিয়েছিলেন, গানের সুরে সেনাবাহিনী থমকে যাওয়া । যুদ্ধের দিক থেকে মুখ ফিরিয়ে নেওয়া । মন্ডা-মিঠাই খেয়ে পেটের জ্বালা মেটাতে ছুটে যেতে দেখেছি সেনাদের । যে জ্বালা তৈরি হয়েছিল রাজার অত্যাচারে । মমতা বা মোদি উভয়েরই একে অপরের প্রতি অভিযোগ, তাঁরা স্বৈরতন্ত্রী । দোষী । অভিযুক্ত । অত্যাচারী । পেটের অন্ন কেড়ে নেন । অর্থাৎ, একইভাবে তাঁরা একে অপরকে হীরক রাজার সিংহাসনে বসান ।

আরও পড়ুন : 2 মে জানা যাবে নবান্নের চাবি কার হাতে

হীরক রাজার দেশেতে সত্যজিৎ দেখিয়েছিলেন কীভাবে উদয়ণ পণ্ডিতের ডাকে সাড়া দিয়ে দড়ি ধরে টান দিয়েছিলেন সাধারণ মানুষ । পরিবর্তন ঘটিয়েছিলেন স্বৈরতন্ত্রের । পরিবর্তন ঘটিয়েছিলেন সরকারের । শান্তি-শৃঙ্খলা-সুশাসন প্রতিষ্ঠার কথা বলেছিলেন । সত্যজিতের জন্মদিনে কি এইভাবেই সাধারণ মানুষ সুশাসন প্রতিষ্ঠার পথ দেখাবেন ?

সেদিন অত্যাচারী রাজার দাপটে পাঠশালা ছেড়ে পালাতে হয়েছিল পণ্ডিতমশাইকে । কিন্তু তাঁর ডাকে- শিক্ষাকে হাতিয়ার করেই যেন নবজন্ম ঘটেছিল হীরক রাজ্যে । বাংলার মাটি 'দূষিত', অভিযোগ বিজেপি-সহ বিরোধীদের । তৃণমূলের অভিযোগ, গোটা দেশকে দূষিত করছে বিজেপি । বাম-কংগ্রেসের অভিযোগ, বিজেপি এবং তৃণমূল একে অপরের পরিপূরক, উভয়েই রাজ্যের পক্ষে খারাপ । অর্থাৎ, সেই হীরক রাজ্যের উদাহরণ । রাজা খারাপ । রাজ্যকে বাঁচাতে হবে ।

কে হবেন উদয়ণ পণ্ডিত ? সাধারণ মানুষ কি পারবেন আগামী পাঁচ বছরের জন্য এমন কারও হাতে বাংলার ভার তুলে দিতে, যিনি অভিযোগমুক্ত থাকবেন ? আগামী পাঁচ বছর বাংলা জগৎ সভায় শ্রেষ্ঠ আসন পাবে ? সাধারণ মানুষ কি গণতন্ত্রের উৎসবে যোগ দিয়ে প্রমাণ দিতে পারবেন শ্রেষ্ঠ শাসককে খুঁজে দেওয়ার ? সত্যজিতের জন্মদিনে এমনই হাজারো প্রশ্নের দিকে তাকিয়ে থাকবে গোটা বাংলা, গোটা দেশ, সম্ভবত গোটা বিশ্ব ।

Last Updated : Feb 27, 2021, 10:16 AM IST

ABOUT THE AUTHOR

...view details