পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

কৃষক বন্ধুতে আপত্তি নেই, প্রধানমন্ত্রীকে টাকা দিতে আটকাচ্ছেন কেন ? প্রশ্ন দিলীপের - West Bengal Assembly Election 2021

রাজ্যে ধান বিক্রি করতে গেলে কৃষকরা প্রতি কুইন্টালে যে পরিমাণ টাকা উৎসাহভাতা পান, অন্যান্য রাজ্যে তার পরিমাণ আরও বেশি । দাবি দিলীপ ঘোষের ।

দিলীপ ঘোষ
দিলীপ ঘোষ

By

Published : Feb 8, 2021, 5:10 PM IST

কলকাতা, 8 ফেব্রুয়ারি : একুশের ভোটকে পাখির চোখ করেছে বিজেপি । নীলবাড়ি দখলের জন্য সর্বশক্তি দিয়ে ঝাপিয়ে পড়েছে গেরুয়া শিবির । দিল্লি থেকে বার বার উড়ে আসছেন কেন্দ্রীয় নেতারা । অমিত শাহ, জে পি নাড্ডারা দেখানো পথে হাঁটতে শুরু করে দিয়েছেন বঙ্গ বিজেপির নেতারাও । একের পর এক ইশুতে রাজ্যের শাসকদলকে আক্রমণ করে যাচ্ছেন দিলীপ ঘোষরা ।

কিষান সম্মান নিধি আর কৃষক বন্ধু... এই দুই প্রকল্প নিয়ে কেন্দ্র-রাজ্য তর্জমা চলে আসছে বিগত বেশ কিছুদিন ধরে । আজ সেই নিয়েই মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে একহাত নিলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ । এই প্রসঙ্গে কথা বলতে গিয়ে দিলীপ ঘোষ বলেন, "ধান বিক্রি করতে গেলে যে উৎসাহভাতা দেওয়া হয়, তা পশ্চিমবঙ্গে প্রতি কুইন্টালে মাত্র 20 টাকা । অন্যান্য রাজ্যে এই টাকার পরিমাণ আরও বেশি ।"

আরও পড়ুন : শহরজুড়ে উড়ালপুল, মমতার ঘোষণায় গতিবৃদ্ধির সংকেত !

দিলীপ ঘোষ আরও বলেন, "কৃষক বন্ধু প্রকল্পে টাকা দেওয়া হচ্ছে তাতে কোনও আপত্তি নেই । কিন্তু প্রধানমন্ত্রীকে টাকা দিতে আটকাচ্ছেন কেন ?" আলুর মূল্যবৃদ্ধির কারণ বাঁকুড়ায় এক কৃষক আত্মহত্যা করেছেন বলেও দাবি করেছেন তিনি । এই সংখ্যা আরও বাড়তে পারে বলেও আশঙ্কা তাঁর ।

পাশাপাশি, আমফানসহ অন্যান্য একাধিক ইশুতেও রাজ্যের শাসকদলের বিরুদ্ধে আক্রমণ শানান দিলীপ ঘোষ ।

ABOUT THE AUTHOR

...view details