কলকাতা, 11 মার্চ : নন্দীগ্রামে প্রচারে বেরিয়ে পায়ে, মাথায় ও শরীরের বিভিন্ন জায়গায় চোট পেয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ এই ঘটনার পিছনে রাজনৈতিক যড়যন্ত্রের অভিযোগ তুলেছেন তৃণমূল নেত্রী ৷ যদিও মুখ্যমন্ত্রী নাটক করছেন বলে দাবি বাম-কংগ্রেসের ৷ প্রাথমিকভাবে বিজেপির তরফে মমতা বন্দ্যোপাধ্যায়ের দ্রুত সুস্থতা কামনা করে উচ্চ পর্যায়ের তদন্তের দাবি জানানো হয়েছিল ৷ এবার বাম-কংগ্রেসের সুরে সুর মিলিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের আহত হওয়ার ঘটনাকে নাটক বললেন রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ ৷
তিনি বলেন, " উনি এখন যা করছেন, পুরোটাই নাটক ৷ আমাদেরও চোট লেগেছে ৷ কিন্তু আমরা চিকিৎসা করিয়েছি ৷ তারপর তার যোগ্য জবাব দিয়েছি ৷ এটা ওঁর পুরানো অভ্যাস ৷ পিইচডি করেছেন নাটকে ৷" এই ধরনের ঘটনা তৈরি করা হচ্ছে এবং নির্বাচনে হার নিশ্চিত জেনে আরও ভয়ংকর দুর্ঘটনা ঘটাতে পারে তৃণমূল কংগ্রেস ৷ সেই আশঙ্কা প্রকাশ করে রাজ্যবাসীকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন দিলীপ ঘোষ ।
সেইসঙ্গে তিনি প্রশ্ন তোলেন, জ়েড প্লাস ক্যাটেগরির সুরক্ষা থাকা সত্ত্বেও কীভাবে কেউ মুখ্যমন্ত্রীকে ধাক্কা মারতে পারে ? এর জন্য সিবিআই তদন্তের দাবি জানিয়েছেন তিনি । এদিকে, গতকাল মুখ্যমন্ত্রীকে দেখতে এসএসকেএম-এ যান রাজ্যপাল জগদীপ ধনকড় ৷ সেখানে তাঁকে গো-ব্যাক স্লোগান দেওয়া হয় ৷ সেই বিষয়ে দিলীপ ঘোষ বলেন, ওঁরা চান না সত্যটা বাইরে আসুক ৷ ছবি তোলার জন্য যে কেউ পায়ে ব্যান্ডেজ বেঁধে শুয়ে পড়তে পারে ৷ কিন্তু, ওই ছবি দিয়ে ভোট পাওয়া যাবে না ৷ বিজেপির প্রার্থী তালিকা প্রকাশ নিয়ে বলেন, আগামী 14 অথবা 15 মার্চে পূর্ণাঙ্গ প্রার্থী তালিকা প্রকাশ করতে পারে বিজেপি ৷