পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

"শিখা, রোহন দল ছাড়লে কিছু যায় আসে না ", বললেন মনোজ চক্রবর্তী - পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন 2021

মা বিজেপিতে, ছেলে তৃণমূলে ৷ এই সমীকরণ নিয়ে মুখ খুলেছেন কংগ্রেসের মুখ্য সচেতক মনোজ চক্রবর্তী। তিনি বলেন," জোট আমাদের হচ্ছে। কেউ যদি দলবদল করতে চায় করতেই পারে। কংগ্রেসের কিছু যায় আসে না।"

মনোজ চক্রবর্তী
মনোজ চক্রবর্তী

By

Published : Mar 8, 2021, 11:12 PM IST

কলকাতা, 8 মার্চ : "দীর্ঘদিনের ইতিহাস ভুলে যদি কেউ অন্য দলে নাম লেখায় তাতে কিছুই যায় আসে না ৷ এতে দলের কোনও ক্ষতি হবে না ৷ " বললেন কংগ্রেস নেতা এবং বিধায়ক মনোজ চক্রবর্তী।

গতকাল থেকেই বিভিন্ন সোশাল মিডিয়ায় সরব হয়েছেন সোমেন পুত্র রোহন মিত্র ৷ আজ সকালে শুভেন্দু অধিকারী যান প্রয়াত সোমেন মিত্রের বাড়ি ৷ তার জেরেই জোরালো হয়েছে রোহনের কংগ্রেস ছেড়ে দলবদলের গুঞ্জন ৷

কংগ্রেসের প্রার্থী তালিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন রোহন মিত্র। তার টুইট বার্তায় স্পষ্ট সোমেন মিত্রের সঙ্গে অধীর চৌধুরীর সম্পর্ক মোটেই মসৃণ ছিল না। জীবদ্দশায় সোমেন মিত্রকে অপমানিত হতে হয়েছিল অধীর চৌধুরীর কাছ ৷ নাম না করে সোশআল মিডিয়ায় সেই বার্তাই দিয়েছেন রোহন ৷

"শিখা,রোহন দল ছাড়লে কিছু যায় আসে না " বললেন মনোজ চক্রবর্তী

আরও পড়ুন :কোন পথে সোমেন পরিবারের রাজনৈতিক ভবিষ্যৎ ?

এরই মধ্যে আগামী বুধবার সোনিয়া গান্ধির সঙ্গে দেখা করার জন্য সময় চেয়েছেন শিখা মিত্র। পরিস্থিতি না বদলালে তিনি বিজেপিতে যোগদান করবেন বলে জানা গিয়েছে। অন্যদিকে রোহন মিত্র তৃণমূলে যোগ দেবেন বলে কানাঘুঁষো শোনা যাচ্ছে ৷ মা বিজেপিতে, ছেলে তৃণমূলে ৷ এই সমীকরণ নিয়ে মুখ খুলেছেন কংগ্রেসের মুখ্য সচেতক মনোজ চক্রবর্তী। তিনি বলেন," জোট আমাদের হচ্ছে। কেউ যদি দলবদল করতে চায় করতেই পারে। কংগ্রেসের কিছু যায় আসে না।"

ABOUT THE AUTHOR

...view details