কলকাতা, 16 মার্চ : এবার দিলীপ ঘোষের ইস্তফার দাবি তুললেন বিজেপির কর্মী-সমর্থকরা ৷ বিজেপির প্রার্থী তালিকায় কেন তৃণমূল থেকে আসা নেতাদের নাম রয়েছে এবং সেই প্রার্থীদের বদলের দাবিতে গতকাল রাত থেকে দলের হেস্টিংস কার্যালয়ের সামনে বিক্ষোভ দেখাচ্ছেন বিজেপি কর্মী-সমর্থকরা ৷ আজও হেস্টিংস অফিসের সামনে সকাল থেকে দফায় দফায় বিক্ষোভ চলে ৷ দক্ষিণ 24 পরগনার একাধিক বিধানসভা কেন্দ্রের কর্মীরা বিক্ষোভ দেখাচ্ছেন ৷
দক্ষিণ 24 পরগনার রায়দিঘি বিধানসভা কেন্দ্রে শান্তনু বাপুলিকে প্রার্থী করেছে বিজেপি । উনি সদ্য তৃণমূল থেকে বিজেপিতে যোগদান করেছেন । হাওড়ার উদয়নারায়ণপুরে বিজেপি প্রার্থী সুমিত রঞ্জন ও পাঁচলা বিধানসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী মোহিত ঘান্টি । এই তিনটি বিধানসভা কেন্দ্রে প্রার্থী বদলের দাবিতে গতকাল সকাল থেকে বিক্ষোভ শুরু হয় । বিক্ষোভের মুখে পড়েন বিজেপির একাধিক শীর্ষ নেতা। তার মধ্যে ছিলেন কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক (সংগঠন) শিবপ্রকাশও।