পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

প্রচার শুরু করলেন বিজেপি প্রার্থী বাবুল সুপ্রিয় - বাবুল সুপ্রিয়

টালিগঞ্জ এলাকায় তারকা প্রার্থী বাবুল সুপ্রিয়কে পেয়ে কার্যত খুশি দলের কর্মী সমর্থকরা । এদিন তাঁর প্রচারে এলাকায় ভিড় উপচে পরে। প্রচারে গিয়ে সমর্থকদের সঙ্গে কথা বলেন বালুল। নির্বাচনকে কেন্দ্র করে কোনও রকম আতঙ্কে থাকতে হবে না বলেও আসস্ত করেন তাদের । এরই মাঝে কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে দেওয়াল লিখনও করেন বাবুল। প্রচারের এক ফাঁকে বিজেপি কার্যকর্তাদের সঙ্গে একটি দোকানে কোচুরিও খান তিনি ।

বাবুল সুপ্রিয়
বাবুল সুপ্রিয়

By

Published : Mar 16, 2021, 4:01 PM IST

টালিগঞ্জ, 16 মার্চ : বিজেপির প্রার্থী তালিকা ঘোষণা হয়েছে রবিবার । এবারের টালিগঞ্জ বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী বাবুল সুপ্রিয় । আজ সকাল থেকে প্রচার শুরু করেছেন তিনি । তারকা প্রার্থী বাবুলকে দেখার জন্য এলাকায় উপচে পড়েছে বিজেপি কর্মী-সমর্থকদের ভিড় । শুধু প্রচার নয়, নিজের হাতে লিখলেন দেওয়াল ।

টালিগঞ্জ এলাকায় তারকা প্রার্থী বাবুল সুপ্রিয়কে পেয়ে কার্যত খুশি দলের কর্মী সমর্থকরা । এদিন তাঁর প্রচারে এলাকায় ভিড় উপচে পরে । প্রচারে গিয়ে সমর্থকদের সঙ্গে কথা বলেন বাবুল। নির্বাচনকে কেন্দ্র করে কোনও রকম আতঙ্কে থাকতে হবে না বলেও আসস্ত করেন তাদের । এরই মাঝে কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে দেওয়াল লিখনও করেন বাবুল। প্রচারের এক ফাঁকে বিজেপি কার্যকর্তাদের সঙ্গে একটি দোকানে কচুরিও খান তিনি ।

আরও পড়ুন :দিলীপ ঘোষের ইস্তফা দাবি, হেস্টিংস কার্যালয়ে দফায় দফায় বিক্ষোভ বিজেপি কর্মীদের

প্রচার শুরু করলেন বাবুল সুপ্রিয়

বাবুল জানিয়েছন, "এটা আমার প্রচার নয় । গতকাল হঠাৎই ঠিক হয়েছে, আজ সকালে এসেছি । এই স্বতঃস্ফূর্ততা দেখে খুব ভাল লাগছে ।" পাশাপাশি এলাকার তৃণমূল বিধায়ক অরূপ বিশ্বাসকে কটাক্ষ করে তিনি বলেন, "তৃণমূলের নীতি নিয়ে যে সন্ত্রাস চালিয়েছে, সেই দিক থেকে ওঁকে হারানোটা খুব জরুরি । যা শুনছি দোকান থেকে শুরু করে বাড়ি ভাড়া দেওয়া সব ক্ষেত্রেই তোলাবাজি । তবে আজকের এই প্রচারে জনসংযোগেই বেশি মনযোগ দিয়েছেন টালিগঞ্জের বিজেপি প্রার্থী বাবুল সুপ্রিয় ।

ABOUT THE AUTHOR

...view details