পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

নন্দীগ্রামে মমতার বিপরীতে বিজেপির বাজি শুভেন্দু - বিজেপির প্রার্থীতালিকা

BJP announces candidate list
ছবি

By

Published : Mar 6, 2021, 6:35 PM IST

Updated : Mar 6, 2021, 6:48 PM IST

18:42 March 06

তৃণমূল ইতিমধ্যেই নিজেদের পূর্ণাঙ্গ প্রার্থীতালিকা প্রকাশ করেছে । এবার প্রার্থীতালিকা প্রকাশ করছে বিজেপিও । নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিপরীত বিজেপির প্রার্থী শুভেন্দু অধিকারী ।

জয়পুর থেকে লড়বেন নরহরি মাহাত ।

মহিষাদল থেকে লড়বেন বিশ্বনাথ বন্দ্যোপাধ্যায় ।

হলদিয়ায় লড়বেন তাপসী মণ্ডল ।

ময়না থেকে লড়বেন অশোক দিন্দা ।

কাঁথি উত্তর থেকে লড়বেন সুনিতা সিংহ ।

ডেবরা থেকে লড়বেন ভারতী ঘোষ ।

পুরুলিয়া থেকে লড়বেন সুদীপ মুখোপাধ্যায় ।

বিষ্ণুপুর থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন তন্ময় ঘোষ ।

সোনামুখী থেকে লড়বেন দিবাকর ঘরামি ।

রানিবাঁধ থেকে লড়বেন ক্ষুদিরাম টুডু ।

দাসপুর থেকে লড়বেন প্রসন্ন বেরা ।

ইন্দাস থেকে লড়বেন নির্মল ধারা ।

18:37 March 06

গোপিবল্লভপুর থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন

পটাশপুর থেকে লড়ছেন অম্বুজ মহান্তি ।

পুরুলিয়া থেকে লড়ছেন সুদীপ মুখোপাধ্যায় ।

বিনপুর থেকে পালন সোরেন প্রতিদ্বন্দ্বিতা করছেন ।

নন্দীগ্রাম থেকে লড়বেন শুভেন্দু অধিকারী ।

18:33 March 06

এগরা থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন অরূপ দাস ।

18:00 March 06

প্রথম দুই দফার মোট 57 টি আসনের প্রার্থীতালিকা ঘোষণা করছে বিজেপি । পাহাড়ের সব আসনে প্রার্থী দিচ্ছে বিজেপি ।

Last Updated : Mar 6, 2021, 6:48 PM IST

ABOUT THE AUTHOR

...view details