পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

বাংলা তার মেয়েকেই চায়, পিসিকে নয় ! - বাংলা নিজের মেয়েকেই চায়

তৃণমূলের 'বাংলা নিজের মেয়েকেই চায়' প্রচার কর্মসূচির এবার পাল্টা সোশাল মিডিয়া প্রচার বিজেপি । বিজেপির কর্মসূচিতে হাতিয়ার, 'বাংলা তার মেয়েকেই চায়, পিসিকে নয়' ।

West Bengal Assembly Election 2021
ফাইল ছবি

By

Published : Feb 27, 2021, 3:57 PM IST

কলকাতা, 27 ফেব্রুয়ারি : ফের একবার মুখ্যমন্ত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়কেই চাই । এই দাবিতেই তৃণমূলের তরফে প্রকাশ করা হয় 'বাংলা নিজের মেয়েকেই চায়' । গোটা রাজ্যজুড়ে প্রচারে তৃণমূল । তার পাল্টা হিসাবে সোশাল মিডিয়ার বিশেষ প্রচার শুরু বিজেপির আইটি সেলের । বিজেপির আইটি সেলের সর্বভারতীয় সভাপতি ও রাজ্যের সহকারি পর্যবেক্ষক অমিত মালব্যের নির্দশে বিশেষ প্রচার শুরু করল ।

মূলত বিজেপির বিরুদ্ধে 'বহিরাগত' তকমা দিয়ে, বাংলায় বাংলার মানুষ শাসন করবে এটাই বোঝাতে মুখ্যমন্ত্রী হিসেবে তৃতীয়বার মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্যই এই প্রচার তৃণমূল কংগ্রেসের । যার পাল্টা নতুন প্রচার হাজির রাজ্য বিজেপি। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে 'পিসি' বলে কটাক্ষ করে বিজেপি তাঁদের মহিলা নেত্রীদের মুখ সামনে রেখে শ্লোগান তুলেছেন 'বাংলা তার মেয়েকেই চায় পিসিকে নয়'।

আরও পড়ুন : বাংলা নিজের মেয়েকেই চায়, "বহিরাগত"-দের মোকাবিলায় নতুন স্লোগান তৃণমূলের

বিজেপির পোস্টারে আছেন, বিজেপির রাজ্য সভার সাংসদ রূপা গঙ্গোপাধ্যায়, কেন্দ্রীয় মন্ত্রী দেবশ্রী চৌধুরী, হুগলির সাংসদ লকেট চট্টোপাধ্যায়, বিজেপি নেত্রী ভারতী ঘোষ, বিজেপির মহিলা মোর্চার নেত্রী অগ্নিমিত্রা পাল সহ একাধিক । আসন্ন বিধানসভা নির্বাচনে নবান্নের কুর্সি দখলের লড়াইয়ে রাজ্যের শাসক দলকে একইঞ্চিও জমি ছাড়তে নারাজ বিজেপি ।

ABOUT THE AUTHOR

...view details