কলকাতা, 27 ফেব্রুয়ারি : ফের একবার মুখ্যমন্ত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়কেই চাই । এই দাবিতেই তৃণমূলের তরফে প্রকাশ করা হয় 'বাংলা নিজের মেয়েকেই চায়' । গোটা রাজ্যজুড়ে প্রচারে তৃণমূল । তার পাল্টা হিসাবে সোশাল মিডিয়ার বিশেষ প্রচার শুরু বিজেপির আইটি সেলের । বিজেপির আইটি সেলের সর্বভারতীয় সভাপতি ও রাজ্যের সহকারি পর্যবেক্ষক অমিত মালব্যের নির্দশে বিশেষ প্রচার শুরু করল ।
মূলত বিজেপির বিরুদ্ধে 'বহিরাগত' তকমা দিয়ে, বাংলায় বাংলার মানুষ শাসন করবে এটাই বোঝাতে মুখ্যমন্ত্রী হিসেবে তৃতীয়বার মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্যই এই প্রচার তৃণমূল কংগ্রেসের । যার পাল্টা নতুন প্রচার হাজির রাজ্য বিজেপি। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে 'পিসি' বলে কটাক্ষ করে বিজেপি তাঁদের মহিলা নেত্রীদের মুখ সামনে রেখে শ্লোগান তুলেছেন 'বাংলা তার মেয়েকেই চায় পিসিকে নয়'।