পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

অমিত-মোদি-নাড্ডা ; সাতদিনের ব্যবধানে বাংলায় বিজেপির ত্রয়ী - পশ্চিমবঙ্গ বিধানসভা ভোট

22 ফেব্রুয়ারি রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী ৷ রথযাত্রার সূচনা করবেন তিনি ৷ এছাড়াও হুগলিতে একটি জনসভা রয়েছে তাঁর ৷

west bengal assembly election 2021 pm narendra modi will come to west bengal on 22nd february
ফেব্রুয়ারিতে নির্বাচনী প্রচারে রাজ্যে আসছেন বিজেপির ত্রয়ী

By

Published : Feb 13, 2021, 7:08 PM IST

Updated : Feb 13, 2021, 8:00 PM IST

কলকাতা, 13 ফেব্রুয়ারি : 2021-এর বিধানসভা নির্বাচনই পাখির চোখ ৷ আর সেই লক্ষ্যেই রাজ্যে আসছেন বিজেপির 3 হেভিওয়েট নেতা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা ৷ এর মধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি 22 ফেব্রুয়ারি রাজ্যে আসছেন।

22 তারিখ হুগলিতে একটি জনসভা করবেন প্রধানমন্ত্রী । এছাড়াও কলকাতায় সরকারি কর্মসূচিতে যোগ দেবেন বলে বিজেপি সূত্রে খবর। তার আগেই অবশ্য ফেব্রুয়ারি মাসে দ্বিতীয়বারের জন্য পশ্চিমবঙ্গে পা রাখতে চলেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ৷ 18 ফেব্রুয়ারি অমিত শাহ কাকদ্বীপে কলকাতা জ়োনের রথযাত্রার সূচনা করবেন। সবশেষে জেপি নাড্ডা 25 ফেব্রুয়ারি দক্ষিণবঙ্গে একটি জনসভা করবেন ৷ এছাড়াও বিজেপির একটি সাংগঠনিক বৈঠক তিনি যোগ দেবেন বলে বিজেপি সূত্রে খবর ৷

বিজেপির সূত্রে খবর, রথযাত্রার মাধ্যমে একদিকে 294টি বিধানসভা কেন্দ্রের পাশাপাশি গ্রাম বাংলায় প্রচারের ঝড় তুলতে চাইছে বিজেপি। তেমন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে দিয়ে সরকারি কর্মসূচির উদ্বোধন করিয়ে কেন্দ্রীয় সরকারের ভাবমূর্তি উজ্জ্বল করতে চাইছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব।

আরও পড়ুন :লোকসভায় তৃণমূলের সৌগতকে ‘বহিরাগত’ খোঁচা অমিত শাহর

অন্যদিকে, কলকাতায় বিজেপির সংগঠন সব থেকে দুর্বল। কিন্তু সেই সংগঠনকে চাঙ্গা করার জন্য খোদ অমিত শাহ কাকদ্বীপে রথযাত্রার সূচনা করবেন। বিজেপির রাজ্য সহ সভাপতি প্রতাপ বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘আজ হুগলির একাধিক জায়গা মাঠ পরির্দশন করলাম। আগামী 22 ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী রাজ্যে আসবেন। ওইদিন সরকারি কর্মসূচি ছাড়াও রাজনৈতিক কর্মসূচিও রয়েছে। এছাড়াও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডাও রাজ্যে আসছেন ৷’’

Last Updated : Feb 13, 2021, 8:00 PM IST

ABOUT THE AUTHOR

...view details