কলকাতা, 11 ফেব্রুয়ারি : আজ কোচবিহার থেকে রাজ্যসফর শুরু করতে চলেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ । সেখানে পরিবর্তন যাত্রার সূচনা করবেন তিনি । এরপর ঠাকুরনগরে জনসভা রয়েছে তাঁর । সবশেষে কলকাতায় দলের সোশাল মিডিয়া স্বেচ্ছাসেবীদের সঙ্গে আলাপচারিতায় অশগ্রহণ করবেন তিনি ।
গতকাল প্রথমে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের দপ্তর থেকে টুইট করে জানানো হয় সফরসূচি ৷ সেখানে লেখা হয়, সকাল 11টা বেজে 10 মিনিটে কোচবিহারের মদনমোহন মন্দির দর্শনে যাবেন শাহ । এরপর 11টা বেজে 30 মিনিটে পরিবর্তন যাত্রার সূচনা করবেন । পরে নিজের দপ্তরের টুইটটিকে রিটুইট করেন অমিত শাহ ৷ বাংলায় লেখেন, "আমি উৎসুক আগামীকাল বাংলায় উপস্থিত হওয়ার জন্যে ৷" আরও লেখেন, "কোচবিহার থেকে পরিবর্তন যাত্রার চতুর্থ পর্যায় সূচিত হবে এবং ঠাকুরনগরে জনসভা অনুষ্ঠিত হবে ৷ পশ্চিমবঙ্গের কলকাতায় আমি আমাদের সোশাল মিডিয়ার স্বেচ্ছাসেবীদের সাথেও আলাপচারিতায় অংশগ্রহণ করব ৷"