কলকাতা, 18 ফেব্রুয়ারি : শ্রম প্রতিমন্ত্রী জাকির হোসেনের ওপর হামলার ঘটনায় এবার সরাসরি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনআইএ-র হস্তক্ষেপ দাবি করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরি।
আজ অধীর চৌধুরি হাসপাতালে আসেন মন্ত্রীকে দেখতে । প্রথম তাঁকে হাসপাতালের গেটে আটকে দেওয়া হলেও পরে পুলিশের সঙ্গে কথা বলে তিনি হাসপাতালের চিকিৎসকদের সঙ্গে ভিতরে যান ।
জাকির হোসেনের ওপর হামলায় এনআইএ তদন্তের দাবি অধীরের - West Bengal Assembly Election 2021
"মুখ্যমন্ত্রী বলেছেন রিমোট কন্ট্রোল দিয়ে এই ঘটনা ঘটানো হয়েছে । যদি তাই হয়, তবে অবশ্যই এই নিয়ে তদন্ত করানো উচিত ।" বললেন অধীর চৌধুরি ।
আরও পড়ুন : আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণের দায় রাজ্যের, নিমতিতা বিস্ফোরণে বিবৃতি রেলের
হাসপাতাল থেকে বেরিয়ে গতরাতে ঘটনার তীব্র নিন্দা করেন অধীর চৌধুরি । হাসপাতালের ভিতরে তাঁকে জাকির হোসেনের সঙ্গে একটুও কথা বলতে দেওয়া হয়নি বলেও ক্ষোভপ্রকাশ করেন । তিনি বলেন, "এই রাজ্যে শুধু মুখ্যমন্ত্রীর ক্ষমতা রয়েছে । তিনি আহতদের দেখতে পারবেন । আর কারও ক্ষমতা নেই ।" পাশাপাশি তিনি বলেন, মুখ্যমন্ত্রী বলেছেন রিমোট কন্ট্রোল দিয়ে এই ঘটনা ঘটানো হয়েছে ফলে অবশ্যই এই নিয়ে তদন্ত করানো উচিত।