কলকাতা, 2 মার্চ : কংগ্রেসের সঙ্গে বৈঠক করার পর বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু স্পষ্ট জানিয়ে দিলেন, আসন্ন বিধানসভা নির্বাচনে তাঁরা এগিয়ে যেতে চান । আসন-বণ্টন নিয়ে ইতিবাচক আলোচনা সম্পন্ন হয়েছে । রবিবার ব্রিগেড সমাবেশে আব্বাস সিদ্দিকীর মন্তব্য নিয়ে ক্ষোভ প্রকাশ করেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু । তিনি জানিয়ে দেন, ভবিষ্যতে আব্বাস সিদ্দিকী এমন মন্তব্য করবেন না । সেই বার্তা পৌঁছে গিয়েছে তাঁর কাছে ।
তবে বামফ্রন্ট এবং কংগ্রেসের বাহ্যিক অবয়ব দেখে মনে হচ্ছিল, জোট নিয়ে তাঁরা খুব একটা স্বস্তিতে নেই । আসন্ন বিধানসভা নির্বাচনে আব্বাস সিদ্দিকী জোটের কাটা সে কথা মুখে না বললেও, বুঝিয়ে দিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী ।
বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু জানিয়ে দিলেন যেভাবে আসন সমঝোতা হয়েছে তাতে ভুল বোঝাবুঝির জায়গা নেই । তৃণমূল এবং বিজেপির সঙ্গে সমদূরত্ব বজায় রেখে গণতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ একাধিক সংগঠনকে বামফ্রন্ট এবং কংগ্রেসের যৌথ মঞ্চে আহ্বান জানিয়েছেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু ।