কলকাতা, 12 ফেব্রুয়ারি : বৃহস্পতিবার বামপন্থী ছাত্র ও যুব সংগঠনের নবান্ন অভিযান ঘিরে কার্যত রণক্ষেত্রের চেহারা নেয় শহর কলকাতা । ছাত্র-যুবদের মিছিল ছত্রভঙ্গ করতে প্রথমে টিয়ার গ্যাস ও তারপর লাঠিচার্জ করে পুলিশ । এর ফলে অসুস্থ হয়ে পড়ে অনেকেই । জখমও হয় একাংশ বিক্ষোভকারী ।
বামেদের অভিযোগ, শান্তিপূর্ণ মিছিলের উপর পুলিশ যেভাবে লাঠিচার্জ করেছে তা অগণতান্ত্রিক ও অমানবিক । তাই তার প্রতিবাদে আজ 12 ঘণ্টার বাংলা বনধের ডাক দিয়েছে তারা । বনধে যোগ দিচ্ছে বাম অনুমোদিত ট্যাক্সি ও অ্যাপ ক্যাব সংগঠনগুলিও ।