পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Covid Vaccination : কো-উইনের ধাঁচে রাজ্য আসছে নয়া পোর্টাল, বেনভ্যাক্স - কো-উইনের ধাঁচে রাজ্য আসছে নয়া পোর্টাল, বেনভ্যাক্স

কো-উইনের (CoWIN) মতোই পোর্টাল তৈরি করছে পশ্চিমবঙ্গ সরকার ৷ নাম দেওয়া হচ্ছে ‘বেনভ্যাক্স’ ৷ পোর্টালটি নিয়ন্ত্রণ করবে রাজ্য সরকার ৷ টিকা নেওয়ার পর সার্টিফিকেটও দেওয়া হবে এই পোর্টালের মাধ্যমে ৷

কো-উইনের ধাঁচে রাজ্য আসছে নয়া পোর্টাল, বেনভ্যাক্স
কো-উইনের ধাঁচে রাজ্য আসছে নয়া পোর্টাল, বেনভ্যাক্স

By

Published : Jun 6, 2021, 3:57 PM IST

কলকাতা, 6 জুন : কেন্দ্রের ধাঁচে ভ্যাকসিন গ্রহীতাদের সার্টিফিকেটের পর এবার কেন্দ্রের ধাঁচে ভ্যাকসিন গ্রহণের জন্য পোর্টাল তৈরি করছে রাজ্য সরকার । ইতিমধ্যেই কো-উইনের (CoWIN) ধাঁচে এই পোর্টাল তৈরির প্রক্রিয়া শুরু হয়েছে । পোর্টালের নাম ঠিক করা হয়েছে ‘বেনভ্যাক্স’ (Benvax portal) । এই জন্য একটি তথ্যপ্রযুক্তি সংস্থার সঙ্গে কথাও বলেছে রাজ্য সরকার । এই নয়া পোর্টালের মাধ্যমেই টিকা নিতে ইচ্ছুক ব্যক্তিরা টিকা সংক্রান্ত যাবতীয় তথ্য পাবেন বলে জানা গিয়েছে । ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ কবে পাওয়া যাবে, সেই তথ্যও বেনভ্যাক্সের মাধ্যমে জানতে পারবেন বাংলার মানুষ ৷

আসলে এই নয়া পোর্টালে যাঁরা নাম নথিভূক্ত করবেন, তাঁরা সকলেই রাজ্য সরকারের টাকায় কেনা ভ্যাকসিন পাবেন । ফলে তাঁদের গোটা বিষয়টি নিয়ন্ত্রিত হবে এই রাজ্যের পোর্টালের মাধ্যমে । এই পোর্টাল রেজিস্ট্রেশন করার পর এর মাধ্যমেই স্লট বুক করা যাবে এবং টিকাকরণের পর এই পোর্টাল থেকেই দেওয়া হবে সার্টিফিকেট ।

এতদিন টিকাকরণের পুরো বিষয়টিই কো-উইন পোর্টালের মাধ্যমে নিয়ন্ত্রিত হচ্ছিল ৷ তার পাশাপাশি প্রতিষেধকের বিষয়ে নিজস্বতা তৈরিতে পদক্ষেপ করছে রাজ্য । ইতিমধ্যেই শংসাপত্রের বিষয়টি সামনে এসেছে । তাই রাজ্য সরকার ঠিক করেছে এখানেও টিকা নেওয়ার পরে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের মতোই মিলবে রাজ্যের শংসাপত্রও ।

আরও পড়ুন : কোভ্যাকসিন-স্পুটনিক ভি নেওয়া থাকলেও আমেরিকায় পড়তে ফের নিতে হবে টিকা

ABOUT THE AUTHOR

...view details