কলকাতা, 17 মার্চ : 21 মার্চ থেকে রাজ্যে শুরু হতে চলছে 12-14 বছর বয়সিদের কোভিড 19 টিকাকরণ ৷দেশজুড়ে 16 মার্চ থেকে এই বয়সসীমায় চলছে ভ্যাকসিনেশন ৷ যদিও সেই তালিকায় নেই পশ্চিমবঙ্গ ৷ টিকাকরণের জন্য সবরকম ব্যবস্থা তৈরি থাকলেও নির্ধারিত দিনে ভ্যাকসিনেশন শুরু হয়নি ৷ এই বিষয়ে কেন্দ্রের দিকে আঙুল তুলেছেন স্বাস্থ্য আধিকারিকরা ৷ তাঁদের দাবি, কেন্দ্রীয় সরকারের তরফে স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর আসতে দেরি হওয়ায় 12-14 বছর বয়সিদের টিকাকরণও পিছিয়ে গিয়েছে ৷
রাজ্য স্বাস্থ্য দফতর নোটিশে জানিয়েছে, "21 মার্চ থেকে রাজ্যে 12-14 বছর বয়সিদের টিকারকরণ শুরু হবে ৷ তাদের সরকারি টিকাকরণ কেন্দ্র থেকে শুধুমাত্র কর্বেভ্য়াক্স ভ্যাকসিন দেওয়া হবে ৷ 28 দিনের ব্যবধানে দু'টি ডোজ় পাবে গ্রাহকেরা ৷" তবে টিকাকরণের দায়িত্বে থাকা ব্যক্তিরা যেন টিকা দেওয়ার আগে বয়সের বিষয়টি নিশ্চিত করে নেন, নির্দেশ স্বাস্থ্য দফতরের ৷ নিরাপত্তাবিধি মেনে স্কুলগুলিতেও কোভিড ভ্য়াকসিনেশন সেন্টার (COVID Vaccination Centres, CVCs) খোলা হবে ৷ পাশাপাশি ষাটোর্ধ্ব ব্যক্তিদের সতর্কতামূলক ডোজ় দেওয়ার কথা জানিয়েছে স্বাস্থ্য দফতর ৷ ভ্যাকসিন গ্রাহকেরা অনলাইনে স্লট বুক করতে পারে ৷ পাশাপাশি টিকাকরণ কেন্দ্রে গিয়েও রেজিস্ট্রেশনের সুবিধা পাবে (West Bengal 12-14 years age Covid Vaccination to start from 21 March) ৷