কলকাতা, 25 মার্চ : চলে গেলেন কিংবদন্তি ফোটোগ্রাফার নিমাই ঘোষ ৷ আজ সকাল সাতটায় ভবানীপুরে নিজের বাসভবনে শেষ নিশ্বাস ত্যাগ করেন সত্যজিৎ রায়ের দীর্ঘদিনের এই চিত্রগ্রাহক ৷ মৃত্যুকালে বয়স হয়েছিল ৮৬ বছর । নিমাই ঘোষের মৃত্যুতে শোকবার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ।
প্রয়াত কিংবদন্তি ফোটোগ্রাফার নিমাই ঘোষ - Nimai ghosh
চলে গেলেন নিমাই ঘোষ ৷ বয়স হয়েছিল ৮৬ বছর ৷
মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, "বিশিষ্ট আলোকচিত্রী নিমাই ঘোষের প্রয়াণে আমি গভীর শোক প্রকাশ করছি । আজ 86 বছর বয়সে কলকাতায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন । দুই দশকের বেশি সময় ধরে তিনি বিশ্ববরেণ্য চলচ্চিত্র পরিচালক সত্যজিৎ রায়ের বিভিন্ন চলচ্চিত্রে আলোকচিত্রী হিসেবে অসামান্য কাজের নজির রেখেছেন । তাঁর রচিত উল্লেখযোগ্য গ্রন্থ Manik Da : Memoirs of Satyajit Ray। পদ্মশ্রীসহ বহু সম্মানে ভূষিত নিমাই ঘোষের প্রয়াণে ফটোগ্রাফি জগতের এক অপূরণীয় ক্ষতি হল । আমি নিমাই ঘোষের পরিবার পরিজন ও অনুরাগীদের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছি ।"