পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

রাজ্যে ই–গভর্নেন্সে কর্মরত IT কর্মীরা এবার থেকে সরকারের চুক্তিভিত্তিক কর্মী - রাজ্যের ই–গভর্নেন্সে কর্মরত IT কর্মী

রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরে কর্মরত চুক্তিভিত্তিক IT কর্মীরা বছরে 30 টি ছুটি, 10 দিনের মেডিকেল লিভ ও মাতৃত্বকালীন ছুটি পাবেন ।

মমতা বন্দ্যোপাধ্যায়
মমতা বন্দ্যোপাধ্যায়

By

Published : Oct 16, 2020, 6:54 PM IST

কলকাতা, 16 অক্টোবর : পুজোর আগে রাজ্যের তথ্য-প্রযুক্তি কর্মীদের জন্য সুখবর । রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরে ওয়েবেল, WTL ও এজেন্সি দ্বারা নিযুক্ত IT কর্মীরা এবার থেকে সরাসরি রাজ্য সরকারের চুক্তিভিত্তিক কর্মী হিসাবে গণ্য হবেন । টুইট করে আজ একথা জানান রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ।

যে তরুণ IT কর্মীরা বাংলার মানুষের জন্য অনলাইন পরিষেবাকে উন্নত করার কাজ করছেন, তাঁদের জন্য এটি পুজোর উপহার বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী । রাজ্যের এই সিদ্ধান্তে কয়েক লাখ IT কর্মী উপকৃত হবেন বলে মনে করছেন বিশেষজ্ঞরা ।

মুখ্যমন্ত্রী টুইটারে লেখেন, "‌বাংলার ই–গভর্নেন্স বরাবরই ভালো । রাজ্যের ই–পরিষেবাকে আরও উন্নত করতে দিনরাত কাজ করে চলেছেন রাজ্যের তরুণ তথ্যপ্রযুক্তি কর্মীরা । আজ আমি তাঁদের জন্য পুজোর উপহার ঘোষণা করতে পেরে খুশি । এবার থেকে রাজ্য সরকারের চুক্তিভিত্তিক কর্মী হিসেবে কাজ করবেন রাজ্য সরকারের জন্য ওয়েবেল, WTL ও এজেন্সি দ্বারা নিযুক্ত তথ্যপ্রযুক্তির কর্মীরা।"‌

এবার থেকে রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরে কর্মরত চুক্তিভিত্তিক IT কর্মীরা বছরে 30 টি ছুটি, 10 দিনের মেডিকেল লিভ ও মাতৃত্বকালীন ছুটি পাবেন । এছাড়াও থাকছে 60 বছর বয়স পর্যন্ত কাজ করার সুযোগ ও 60 বছর শেষে তিন লাখ টাকার টার্মিনাল বেনিফিট । স্বাস্থ্য সাথী প্রকল্পেরও সুবিধা পাবেন এই চুক্তিভিত্তিক IT কর্মীরা ।

ABOUT THE AUTHOR

...view details