কলকাতা, 27 মে : ঘূর্ণিঝড় যশ শক্তি ক্ষয় করে ঝাড়খণ্ডের ওপরে গভীর নিম্নচাপ রূপে অবস্থান করছে । রাঁচি থেকে 20 কিলোমিটার দূরে ও জামশেদপুর থেকে 95 কিলোমিটার দূরে এই মুহূর্তে গভীর নিম্নচাপ হয়ে চোখ রাঙাচ্ছে ঘূর্ণিঝড় যশ । এই গভীর নিম্নচাপ আরও উত্তর-পূর্ব দিকে অগ্রসর করবে । আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে আগামী 12 ঘণ্টায় আরও শক্তি ক্ষয় করবে যশ । পরবর্তী 12 ঘণ্টায় সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হবে । আলিপুর আবহাওয়া দপ্তর অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন বঙ্গোপসাগর থেকে জলীয়বাষ্প প্রবেশ করছে যশের প্রভাবে । এর ফলে দক্ষিণবঙ্গে জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি চলছে ।
আজ রাজ্যের প্রায় সর্বত্রই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে । কিছু কিছু জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে । 50 থেকে 60 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার দাপট থাকবে । এই নিম্নচাপের প্রভাবে আগামী 24 ঘণ্টায় বিহারের ও ঝাড়খন্ডে অতি থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে । কিছু কিছু অতি ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে । সেই সঙ্গে বজ্রবিদ্যুৎ-এর সম্ভাবনা রয়েছে ।
আজ অশোকনগরে টর্নেডোর কবলে বেশকিছু বাড়ি ক্ষতিগ্রস্ত হয় । আলিপুর আবহাওয়া দফতরের অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, যখন এরকম বড় সুপার সাইক্লোন হয় সমুদ্রপৃষ্ঠ থেকে স্থলভাগের প্রবেশ করে, তখন তার সঙ্গেই ছোট ছোট সাইক্লোন যে গুলি পরবর্তী সময়ে টর্নেডোর সৃষ্টি করে । কিন্তু সেটা কোথায় তৈরি হবে এবং কোথায় যাবে, তার আগাম পূর্বাভাস দেওয়া যায় না । তার কারণ, এর স্থায়িত্ব খুব কম হয় । এক মিনিট থেকে দু'মিনিট এগুলি স্থায়ী হয় । ছোট পরিধির মধ্যে পাক খায় । তাই এত ছোট হওয়ার ফলে স্যাটেলাইটে এগুলি ধরা পড়ে না । ব্যান্ডেলে যে টর্নেডো এসেছিল সেটা একদিন আগে, এইরকম ঘটনা সচরাচর ঘটে না । সুপার সাইক্লোনের প্রভাবে এই ছোট ছোট টর্নেডো তৈরি হয় ।
আরও পড়ুন : জলের তলায় সুন্দরবনের দুই দ্বীপ, চলছে বাঁধ মেরামতির কাজ