পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

কাল থেকে আবহওয়ার উন্নতি, কমবে বৃষ্টি - কাল থেকে বৃষ্টি কমবে কলকাতায়

দার্জিলিং, কালিম্পং, বীরভূম ও পশ্চিম বর্ধমানের ভারী বৃষ্টির সর্তকতা দেওয়া হয়েছে । আর বাকি জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে । আগামীকাল সকালের পর থেকে ধীরে ধীরে আবহাওয়ার উন্নতি হবে, বৃষ্টির পরিমাণ কমতে থাকবে । 29 তারিখ আবহাওয়ার আরও উন্নতি হবে ।

কাল থেকে বৃষ্টি কমবে কলকাতায়
কাল থেকে বৃষ্টি কমবে কলকাতায়

By

Published : May 27, 2021, 5:58 PM IST

কলকাতা, 27 মে : ঘূর্ণিঝড় যশ শক্তি ক্ষয় করে ঝাড়খণ্ডের ওপরে গভীর নিম্নচাপ রূপে অবস্থান করছে । রাঁচি থেকে 20 কিলোমিটার দূরে ও জামশেদপুর থেকে 95 কিলোমিটার দূরে এই মুহূর্তে গভীর নিম্নচাপ হয়ে চোখ রাঙাচ্ছে ঘূর্ণিঝড় যশ । এই গভীর নিম্নচাপ আরও উত্তর-পূর্ব দিকে অগ্রসর করবে । আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে আগামী 12 ঘণ্টায় আরও শক্তি ক্ষয় করবে যশ । পরবর্তী 12 ঘণ্টায় সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হবে । আলিপুর আবহাওয়া দপ্তর অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন বঙ্গোপসাগর থেকে জলীয়বাষ্প প্রবেশ করছে যশের প্রভাবে । এর ফলে দক্ষিণবঙ্গে জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি চলছে ।

আজ রাজ্যের প্রায় সর্বত্রই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে । কিছু কিছু জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে । 50 থেকে 60 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার দাপট থাকবে । এই নিম্নচাপের প্রভাবে আগামী 24 ঘণ্টায় বিহারের ও ঝাড়খন্ডে অতি থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে । কিছু কিছু অতি ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে । সেই সঙ্গে বজ্রবিদ্যুৎ-এর সম্ভাবনা রয়েছে ।

আজ অশোকনগরে টর্নেডোর কবলে বেশকিছু বাড়ি ক্ষতিগ্রস্ত হয় । আলিপুর আবহাওয়া দফতরের অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, যখন এরকম বড় সুপার সাইক্লোন হয় সমুদ্রপৃষ্ঠ থেকে স্থলভাগের প্রবেশ করে, তখন তার সঙ্গেই ছোট ছোট সাইক্লোন যে গুলি পরবর্তী সময়ে টর্নেডোর সৃষ্টি করে । কিন্তু সেটা কোথায় তৈরি হবে এবং কোথায় যাবে, তার আগাম পূর্বাভাস দেওয়া যায় না । তার কারণ, এর স্থায়িত্ব খুব কম হয় । এক মিনিট থেকে দু'মিনিট এগুলি স্থায়ী হয় । ছোট পরিধির মধ্যে পাক খায় । তাই এত ছোট হওয়ার ফলে স্যাটেলাইটে এগুলি ধরা পড়ে না । ব্যান্ডেলে যে টর্নেডো এসেছিল সেটা একদিন আগে, এইরকম ঘটনা সচরাচর ঘটে না । সুপার সাইক্লোনের প্রভাবে এই ছোট ছোট টর্নেডো তৈরি হয় ।

আরও পড়ুন : জলের তলায় সুন্দরবনের দুই দ্বীপ, চলছে বাঁধ মেরামতির কাজ

আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী প্রচুর পরিমাণে জলীয়বাষ্প আসায় স্থানীয়ভাবে বজ্রগর্ভ মেঘ তৈরি হয় এই বৃষ্টিপাত হচ্ছে । পশ্চিমবঙ্গের পূর্ব দিকের সব জেলাতেই আগামী 24 ঘণ্টায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হবে । বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে ।

দার্জিলিং, কালিম্পং, বীরভূম ও পশ্চিম বর্ধমানের ভারী বৃষ্টির সর্তকতা দেওয়া হয়েছে । আর বাকি জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে । আগামীকাল সকালের পর থেকে ধীরে ধীরে আবহাওয়ার উন্নতি হবে, বৃষ্টির পরিমাণ কমতে থাকবে । 29 তারিখ আবহাওয়ার আরও উন্নতি হবে । বৃষ্টির পরিমাণ আরও কমবে ।

সমুদ্র এখনো উত্তাল রয়েছে । ঝোড়ো হাওয়ার দাপট এখনও রয়েছে সমুদ্রের উপরে । মৎস্যজীবীদের আগামী দুদিন সমুদ্র যেতে নিষেধ করা হয়েছে । উত্তরবঙ্গের জেলাগুলোর জন্য বিশেষ কিছু সর্তকতা জারি করা হয়েছে । 31 তারিখ থেকে উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ বাড়বে । আগামীকাল দার্জিলিং ও কালিম্পঙে ভারী বৃষ্টির সর্তকতা জারি করা হয়েছে ।

আগামীকাল থেকে আবহাওয়ার উন্নতি হওয়ার সঙ্গে সঙ্গেই বাড়বে তাপমাত্রার পারদ । আগামী দু-তিন দিন তাপমাত্রার পারদ ঊর্ধ্বমুখী থাকবে । দু-তিন দিন পর ফের বৃষ্টির সম্ভাবনা রয়েছে । তখন কমতে পারে সামান্য তাপমাত্রা।

ABOUT THE AUTHOR

...view details