কলকাতা, 7 অগস্ট : এই মুহূর্তে ঘূর্ণাবর্ত রয়েছে দক্ষিণ পূর্ব বাংলাদেশ ও সংলগ্ন বঙ্গোপসাগরের উপর। সেই সঙ্গে মৌসুমী অক্ষরেখার অবস্থান পুরুলিয়া,দীঘা হয়ে উত্তর পূর্ব সাগর পর্যন্ত ৷ ঘূর্ণাবর্ত বেশ কিছুটা দক্ষিণে দিকে সরে যাওয়ায় রাজ্যের উপর ঘূর্ণাবর্তের প্রভাব দুর্বল হয়েছে । এর ফলে বৃষ্টির পরিমাণ কমবে।
তবে মৌসুমী অক্ষরেখা অবস্থান করার জন্য সমুদ্রপৃষ্ঠ থেকে জলীয় বাষ্প পূর্ণ বাতাস প্রবেশ করছে । সেই জলীয় বাষ্প পূর্ণ বাতাস থেকে বজ্রগর্ভ মেঘ তৈরি হচ্ছে । এর ফলে দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হবে । এছাড়াও বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ।
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে আগামী 48 ঘণ্টায় দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হবে । কোথাও কোথাও বজ্র বিদ্যুৎসহ বৃষ্টিপাতেরও সম্ভাবনা রয়েছে । উত্তরবঙ্গে আগামী 48 ঘণ্টায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে । দু'দিনের পর থেকে উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়বে ।