পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

আজ দক্ষিণবঙ্গে কালবৈশাখির পূর্বাভাস - kolkata

কালবৈশাখির দেখা নেই, অবশেষে পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া অফিস ।

ছবি
ছবি

By

Published : Apr 18, 2020, 1:27 PM IST

Updated : Apr 18, 2020, 1:41 PM IST

কলকাতা, 18 এপ্রিল: বৈশাখ মাসের কয়েকদিন কেটে গেলেও এখনও দেখা মেলেনি কালবৈশাখির । বেলা বাড়ার সঙ্গে সঙ্গেই বেড়ছে তাপমাত্রা । আর্দ্রতার পরিমাণ বেশি থাকার হাসফাঁস করা গরমে পুড়ছে দক্ষিণবঙ্গ । যদিও বিক্ষিপ্তভাবে মাঝেমধ্যেই হালকা থেকে মাঝারি বৃষ্টি হচ্ছে রাজ্যজুড়ে । কিন্তু বৃষ্টির রেশ কেটে যাওয়ার পরেই বাড়ছে তাপমাত্রা । অবশেষে কালবৈশাখির সম্ভাবনার কথা জানিয়েছে আলিপুর আবহাওয়া অফিস ।

আজ শনিবার ও আগামীকাল রবিবার বিক্ষিপ্তভাবে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় কালবৈশাখির সম্ভাবনা রয়েছে । সেইসঙ্গে দু'-এক জায়গায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস । আগামী সপ্তাহের শুরুতেই রাজ্যজুড়ে ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে । আগামী 24 ঘণ্টায় দক্ষিণবঙ্গের জেলাগুলির মধ্যে বীরভূম, ঝাড়গ্রাম, পশ্চিম ও পূর্ব মেদিনীপুরে ঝড়-বৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে । কলকাতাসহ দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে । বিক্ষিপ্তভাবে দুই-এক জায়গায় কালবৈশাখির সম্ভাবনা রয়েছে । উত্তরবঙ্গে বেশ কিছু জেলায় 50 থেকে 60 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া চলবে। দু-এক জায়গায় কালবৈশাখির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া অফিস । আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী 48 ঘণ্টায় উত্তরবঙ্গের বেশ কিছু জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।


এদিকে আজ সকাল থেকে কলকাতার আকাশ আংশিক মেঘলা রয়েছে । কলকাতায় আজ বিকেলের পর বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে । বাতাসে আর্দ্রতার পরিমাণ বেশি থাকায় দিনভর অস্বস্তি থাকবে । গত 24 ঘণ্টায় কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল 35.1 ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিক। সর্বনিম্ন তাপমাত্রা ছিল 27.5 ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে 2 ডিগ্রি বেশি । বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ সর্বোচ্চ 82 শতাংশ ও সর্বনিম্ন 53 শতাংশ । সামান্য বৃষ্টি হয়েছে । আগামী 24 ঘণ্টায় কলকাতায় দিনে সর্বোচ্চ তাপমাত্রা 35 ও সর্বনিম্ন তাপমাত্রা 27 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে ।


আলিপুর আবহাওয়া অফিস জানিয়েছে, উত্তরবঙ্গ ও সংলগ্ন বাংলাদেশ উপর একটি ঘূর্ণাবর্ত রয়েছে। সেইসঙ্গে একটি নিম্নচাপ অক্ষরেখা রয়েছে । ফলে সমুদ্রপৃষ্ঠ থেকে প্রচুর পরিমাণে জলীয়বাষ্প প্রবেশ করছে রাজ্যে । ঝড়-বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে রাজ্যজুড়ে । আগামী সপ্তাহের শুরুতেও ঝড়-বৃষ্টির অনুকূল পরিস্থিতি থাকবে রাজ্যে । মঙ্গলবারও রাজ্যজুড়ে ঝড়-বৃষ্টির সম্ভাবনা থাকছে ।

Last Updated : Apr 18, 2020, 1:41 PM IST

ABOUT THE AUTHOR

...view details