কলকাতা, 31 ডিসেম্বর: জুবুথুবু অবস্থা না হলেও ঠান্ডা তার নিজের মত করে বর্ষশেষ এবং বর্ষবরণের উৎসবে থাকবে । তাই বর্ষশেষের রাত উষ্ণ হবে বলে যে সম্ভাবনা তৈরি হয়েছিল তা আর আপাতত রইল না । আর কিছু না হোক, ঠান্ডার শিরশিরানিতে আমেজটা মিলবে (Weather Forecast) । আলিপুর আবহাওয়া দফতর আগামী পাঁচদিনে জমিয়ে ঠান্ডা পড়ার পূর্বাভাস দেয়নি । তবে ঠান্ডার যে রাশ থাকবে তা জানিয়েছে (West Bengal Weather Update) ।
হাওয়া অফিসের (Alipore Weather Office) উপ-অধিকর্তা সঞ্জীব কুমার বন্দ্যোপাধ্যায় বলেছেন, "আগামী পাঁচদিন দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গে কোথাও বৃষ্টির কোনও সম্ভাবনা নেই । হালকা থেকে মাঝারি কুয়াশা ভোরের দিকে থাকবে । আগামী 2 দিন দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের জেলাগুলোতে কুয়াশার দাপট হালকা হলেও থাকবে । রাতের সর্বনিম্ন তাপমাত্রা যা অনেকটাই বেড়ে গিয়েছিল এখনও তা স্বাভাবিকের চেয়ে একটু ওপরে আছে । এই ঠান্ডাটা আগামী মাসের অন্তত চার থেকে পাঁচ তারিখ নাগাদ পর্যন্ত আমরা পাব । দক্ষিণবঙ্গ-উত্তরবঙ্গের সব জেলাতেই এই ঠান্ডা বজায় থাকবে । কলকাতার ক্ষেত্রে 13 ডিগ্রি থেকে 15 ডিগ্রির মধ্যেই তাপমাত্রা ঘোরাফেরা করবে । কলকাতার তুলনায় জেলায় সর্বনিম্ন তাপমাত্রা আর একটু কম থাকবে (Weather Report) ।
দমদমে শুক্রবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল 12.5 ডিগ্রি সেলসিয়াস । আগামিকাল নতুন বছরের 1 তারিখ । ওইদিন সামান্য একটু তাপমাত্রা বাড়তে পারে ।"