পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

West Bengal Weather Update: পৌষেই চৈত্রর দেখা , খামখেয়ালি আচরণ আবহাওয়ার !

আগামী কয়েকদিন তকাপমাত্রা থাকবে চড়া ৷ বর্ষশেষ এবং বর্ষবরণের সময় আবহাওয়ায় কিছুটা পরিবর্তন হতে পারে । ওই সময় নাগাদ দক্ষিণবঙ্গে না হলেও উত্তরবঙ্গে একাধিক জেলায় হালকা বৃষ্টি হতে পারে (West Bengal Weather Update) ।

West Bengal Weather Update
আজকের আবহাওয়া

By

Published : Dec 28, 2022, 6:53 AM IST

কলকাতা, 28 ডিসেম্বর: আবহাওয়ার খামখেয়ালি আচরণ ক্রমশই লাগামছাড়া হয়ে উঠছে । গত পঞ্চাশ বছরের পরিসংখ্যানে ডিসেম্বরের উষ্ণতম দিন ছিল মঙ্গলবার । সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে 7 ডিগ্রি বেশি । এর আগে 15 ডিসেম্বর থেকে 31 ডিসেম্বরের মধ্যে উষ্ণতম দিন দেখা গিয়েছিল 2004 সালে (Weather Report) । মঙ্গলবার এতটাই গরম অনুভুত হয়েছে যে সময়টা পৌষমাস না চৈত্রের প্রথম সপ্তাহ তা বোঝা দায় হয়ে উঠেছিল । পাখা চালানোতেও আপত্তি ওঠেনি (West Bengal Weather Update) ।

আবহাওয়ার এই উলটপুরান কেন? পৌষেই কেন চৈত্রের গরমের ইঙ্গিত? হাওয়া অফিস (Alipore Weather Office) বলছে , ঊর্ধচাপের কারণে জলীয় বাষ্পের অতিরিক্ত প্রবেশের ফলেই এই বিপত্তি । তবে তা আজ অর্থাৎ বুধবার থেকে আবহাওয়া বদলের পথ ধরবে । বিকেল থেকেই উত্তুর্ হাওয়ার দাপট বাড়বে । এর ফলে ধীরে ধীরে পারদ পতন হবে । আগামিকাল বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত এই পারদের নিম্নগতি চলবে (Weather Forecast) । হাওয়া অফিসের পূর্বাভাস বলছে, আগামী দু-তিন দিনে তাপমাত্রা আরও বাড়বে। ফলে বড়দিনের মতো বর্ষশেষ এবং বর্ষবরণও গরমের মধ্যে দিয়েই কাটবে। 31 ডিসেম্বর এবং নতুন বছরের প্রথম দিন উত্তরবঙ্গে একাধিক জেলায় হালকা বৃষ্টিও হতে পারে ।

মঙ্গলবার কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 20.7 ডিগ্রি যা স্বাভাবিকের চেয়ে 7 ডিগ্রি বেশি । সর্বোচ্চ তাপমাত্রা 28.9 ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের চেয়ে তিন ডিগ্রি বেশি । বাতাসে আপেক্ষিক আর্দ্রতা 96 শতাংশ । আজ বুধবার ভোর থেকে কুয়াশাচ্ছন্ন হলেও দিন থাকবে রৌদ্রজ্বল । তবে ঠান্ডা অনুভুত হবে না ৷ সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা 28 ডিগ্রি এবং 18 ডিগ্রির আশেপাশে ঘোরাফেরা করবে ।

আরও পড়ুন:বুদ্ধিদীপ্ত চিন্তভাবনার দ্বারা মুশকিল আসানে পারদর্শী কারা, জানুন রাশিফলে

ABOUT THE AUTHOR

...view details